সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় স্কুলগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করেছে কেরল সরকার। শুক্রবার কেরল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। কিন্তু কী বলা হয়েছে ওই নির্দেশিকায়? পড়ুয়াদের মধ্যে কোভিডের কোনও উপসর্গ যেমন, জ্বর, সর্দি, কাশি বা অন্য কোনও উপসর্গ থাকলে তাদের স্কুলে পাঠাতে মানা করা হয়েছে।
গত ২৬ মে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কোভিড পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন। এরপরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। শুক্রবার জারি করা ওই নির্দেশিকায় অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়েছে, “যদি পড়ুয়াদের মধ্যে কোভিডের কোনও উপসর্গ দেখা যায় তাহলে তাদের যেন স্কুলে পাঠানো না হয়। যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করুন।”
এদিকে পড়ুয়ারা যদি জ্বর, সর্দি এবং অন্যান্য লক্ষণ নিয়ে স্কুলে আসে, তাহলে তাদের বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, যদি স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মধ্যে কোভিড লক্ষণ দেখা দেয় তাহলে তাঁদেরও যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেরলে ২৩৪ জন কোভিড রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.