Advertisement
Advertisement

Breaking News

CRPF Jawan

গোপনে পাকিস্তানি তরুণীর সঙ্গে বিয়ে! বরখাস্ত সিআরপিএফ জওয়ান

স্ত্রীর ভিসার মেয়াদ ফুরনোর কথাও গোপন করেন জওয়ান!

CRPF Jawan sacked for hiding marriage to Pakistani woman
Published by: Kishore Ghosh
  • Posted:May 3, 2025 9:30 pm
  • Updated:May 3, 2025 9:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজটাল ডেস্ক: পাকিস্তানি তরুণীর সঙ্গে বিয়ে গোপন করা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও স্ত্রীকে ভারতে থাকতে সাহায্য করার অভিযোগ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক জওয়ান বরখাস্ত হলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত জওয়ান মুনির আহমেদ শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাঁর কার্যকলাপে জাতীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে। পহেলগাঁও হামলা পরবর্তী ভারত-পাক উত্তেজনার আবহে কঠিন সিদ্ধান্ত নিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স।

Advertisement

জম্মু ও কাশ্মীরে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানের সঙ্গে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা মিনাল খানের আলাপ ও ঘনিষ্ঠতা হয় অনলাইনে। বিয়ে হয় ২০২৪-এর মে মাসে। অনলাইনে ভারচুয়াল ‘নিকাহ’ করেন মুনির ও মিনাল। গত মার্চ মাসে ভারতে আসেন মুনাল। ওই মাসের ২২ তারিখে তাঁর ভিসা ফুরিয়ে যায়। মিনালের আইনজীবী দাবি করেন, দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করেছেন মক্কেল। এর মধ্যে ২২ এপ্রিল পহেলগাঁও হামলা হয়। যার পর পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরতে বলা হয়। বাধ্য হয়ে অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে ফিরছিলেন মিনাল। কিন্তু শেষ মুহূর্তে আদালতের নির্দেশে ভারতে থাকার অনুমতি পান তিনি।

সিআরপিএফের তরফে জানানো হয়েছে, পাক তরুণীর সঙ্গে বিয়ের বিষয়টা চেপে গিয়েছিলেন জওয়ান। ভিসার মেয়াদ ফুরানোর পরেও তাঁর ভারতে থেকে যাওয়ার বিষয়টিও চেপে গিয়েছিলেন। এই ধরনের কার্যকলাপ সন্দেহজনক, এমনকী জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিবহুল। সেই কারণেই তাঁকে বরখাস্ত করে তদন্ত শুরু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement