Advertisement
Advertisement
Sudha Murty

‘আপনার মোবাইল নম্বরে অশ্লীল ভিডিও সম্প্রচার’, সুধা মূর্তিকেও হুমকি ফোন সাইবার অপরাধীদের

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Cyber fraudster poses as telecom official threatens Sudha Murty
Published by: Subhodeep Mullick
  • Posted:September 24, 2025 4:02 pm
  • Updated:September 24, 2025 4:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে সাইবার প্রতারণার জালও। এবার সাইবার অপরাধীদের হুমকি ফোন পেলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। ভয় দেখিয়ে তাঁকে বলা হয়, তাঁর ফোন নম্বর ব্যবহার করে অশ্লীল ভিডিও সম্প্রচার করা হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর ঘটনাটি ঘটলেও, তা প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। ইতিমধ্যেই বেঙ্গালুরুর সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন সুধা। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর সকাল ৯টা ৪০মিনিট নাগাদ এক অচেনা নম্বর থেকে ফোন আসে ইনফোসিস কর্তার স্ত্রীয়ের কাছে। ফোন তুলতেই ওপার থেকে এক ব্যক্তি নিজেকে টেলিকম আধিকারিক বলে পরিচয় দেয়। সুধাকে সে বলে, তাঁর ফোন নম্বর ব্যবহার করে অশ্লীল ভিডিও সম্প্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, তাঁকে হুমকি দিয়ে এ-ও বলা হয়, তাঁর ফোন নম্বরের সঙ্গে আধার নথি সংযুক্ত নেই। ফলে মোবাইল নম্বরটি বন্ধ করে দেওয়া হবে। এরকমই বিভিন্নভাবে সুধাকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে ওই ব্যক্তি। যদিও তা কাজে আসেনি।

ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন ইনফোসিস কর্তার স্ত্রী। শুরু হয়েছে তদন্তও। তবে এখনও পর্যন্ত ওই প্রতারকের পরিচয় জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ