Advertisement
Advertisement
Cyclone Shakti

উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন ‘শক্তি’, জারি সতর্কতা

ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ।

Cyclone Shakti has formed Arabian Sea likely to strengthen over the next two days

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:October 4, 2025 2:36 pm
  • Updated:October 4, 2025 2:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও উৎসবের রেশ কাটেনি! এর মধ্যেই মহারাষ্ট্রে ধেয়ে আসছে সাইক্লোন ‘শক্তি’। আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় বর্তমানে দ্বারকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে এবং পোরবন্দর থেকে ৩৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। মৌসম ভবন জানাচ্ছে, আজ শনিবার এটি আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে। যার ফলে মহারাষ্ট্রের একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে। বিশেষ করে মুম্বই, থানে, পালঘর, রত্নাগিরি-সহ একাধিক জায়গায় প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, প্রতি ঘণ্টায় হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিমি থাকবে বলেও জানানো হয়েছে।

Advertisement

সাইক্লোন ‘শক্তি’ উপকূলের দিকে যত এগিয়ে আসবে, বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ আরও বাড়বে বলে পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে সাইক্লোনের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে আগামী কয়েকদিন। এর ফলে এই সময়ে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পূর্বাভাসে মৌসম ভবন আরও জানিয়েছে, এই সময় মহারাষ্ট্রের আভ্যন্তরীণ বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র সরকার।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সেজন্য প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, উদ্ধারকারী দলকে। অন্যদিকে বিপদ এড়াতে নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকেও সরানোর কাজ চলছে। পাশাপাশি সতর্কতামূলক প্রচারও চালানো হচ্ছে স্থানীয় জেলা প্রশাসনের তরফে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ