প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত ওড়িশায় চরম নির্যাতনের শিকার দুই দলিত ব্যক্তি। গরুপাচারকারী সন্দেহে দুই ব্যক্তির মাথা অর্ধেক মুড়িয়ে এক কিলোমিটার হামাগুড়ি দেওয়ানো হয়। এরপর গো-খাদ্য হিসেবে ঘাস ও নর্দমার জল খেতে বাধ্য করা হয় তাঁদের। ওড়িশার গঞ্জাম জেলার এই ঘটনা প্রকাশ্যে আসার পর শোরগোল শুরু হতেই ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৫৪ ও ৪২ বছর বয়সি ওই দুই ব্যক্তি ওড়িশার সিঙ্গাপুর এলাকার বাসিন্দা। ঘটনার দিন তারা দুটি ও একটি বাছুর নিয়ে গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। সেই গঞ্জাম এলাকায় তাঁদের পথ আটকায় একদল যুবক। গরুপাচারের অভিযোগ তুলে তাঁদের উপর শুরু হয় নির্যাতন। অভিযোগ ওঠে, তাঁদের কাছে ৩০ হাজার টাকা দাবি করা হয়েছিল তা না দেওয়ায় শুরু হয় অত্যাচার। মাথা মুড়িয়ে এক কিলোমিটার হামাগুড়ি দেওয়ানো হয় তাঁদের। এরপর গো-খাদ্য হিসেবে ঘাস ও নর্দমার জল খেতে বাধ্য করা হয়। এই অত্যাচারের ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়াতেও। যদিও ভিডিওর সত্যতা স্বীকার করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
পুলিশের তরফে জানা গিয়েছে, ওই অবস্থায় কোনওমতে হামলাকারীদের হাত ছাড়িয়ে থানায় উপস্থিত হন তাঁরা। গোটা ঘটনার কথা জানানো হয় পুলিশকে। এটাও জানান, ওই গরু পাচারের উদ্দেশে নিয়ে যাননি তারা। বিয়ে বাড়িতে উপহার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। নির্যাতিতদের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
তবে এই ঘটনা প্রথমবার নয়, সম্প্রতি অন্যজাতে মেয়ের বিয়ে দেওয়ার অপরাধে জোর করে একই পরিবারের ৪০ জনের মাথা ‘ন্যাড়া’ করে দেওয়ার অভিযোগ উঠেছিল ওড়িশায়। শুধু তাই নয়, বিয়ে দেওয়ার পর থেকে ওই পরিবারের সদস্যদের ‘একঘরে’ করে দেওয়া হয় বলে অভিযোগ। ওড়িশার রায়গড় জেলার কাশীপুর ব্লকের বৈগানাগুড়া গ্রামের এই ঘটনা সামনে আসার পর নিন্দার ঝড় ওঠে। বিরোধী শিবিরের অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই ধরনের জাতিভেদ ও ধর্মান্ধতার ঘটনা বাড়তে শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.