সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু বিরোধিতা নয়, নয়া ওয়াকফ আইন এনে সংখ্যালঘুদেরই একটা বড় অংশের সমর্থন জুটিয়ে ফেলল মোদি সরকার। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মোদির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ধন্যবাদ জানিয়ে এলেন দাউদি বোহরা সম্প্রদায়ের মানুষজন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই ওয়াকফে সরকারি নিয়ন্ত্রণ চেয়ে আইন আনার দাবি জানাচ্ছিলেন তাঁরা।
ভারতীয় মুসলিমদের মধ্যেও এই দাউদি বোহরারা সংখ্যালঘু। মূলত পশ্চিম ভারতের বাসিন্দা এই বোহরারা রয়েছেন বিশ্বের ৪০টি দেশে। আল-দাই-আল-মুতলাক নামে ধর্মগুরুর আদর্শ মেনে চলে মুসলিমদের এই সম্প্রদায়। তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে ওয়াকফ আইন আসায়। সেজন্য দাউদি বোহরা সম্প্রদায়ের ধর্মগুরুরা দল বেঁধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন।
আসলে ভারতীয় মুসলিমদের বেশিরভাগই সুন্নী। প্রায় ৮৫ শতাংশ মুসলিম সুন্নী। শিয়া সম্প্রদায়ে মুসলিম রয়েছে ১৩ শতাংশ। সে তুলনায় দাউদি বোহরারা নিতান্তই নগণ্য। স্বাভাবিকভাবেই ওয়াকফ সম্পত্তিতে সেভাবে উপকৃত হতেন না তাঁরা।
উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশজুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ আংশিকভাবে নতুন ধারার একাধিক ধারায় স্থগিতাদেশ দিয়েছে। তবে পুরোপুরি আইনটিতে স্থগিতাদেশ দেয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.