প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহজাদি সাব্বির খানের ফাঁসির পর আরও দুই ভারতীয় নাগরিকের ফাঁসি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। ওই দুই ভারতীয়র নাম মহম্মদ রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরন পেরামতত্ত ভেলাপ্পিল। দুটি খুনের মামলায় তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাঁরা কেরলের বাসিন্দা ছিলেন।
সংযুক্ত আর আমিরশাহির আইন মেনে গত ১৫ ফেব্রুয়ারি শাহজাদির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তরুণীর ফাঁসির কথা গত ২৮ ফেব্রুয়ারি ভারতীয় দূতাবাসকে সরকারি ভাবে জানায় সে দেশের প্রশাসন। সেদিনই অন্য দুই ভারতীয় নাগরিকের ফাঁসির কথাও জানানো হয়েছিল। এদিন বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মৃতদের পরিবারকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। ভারতীয় দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভারতীয়র মধ্যে অন্যতম মুরলীধরন জেলে রয়েছেন ২০০৯ সাল থেকে। সেই সময় তাঁর বাবা কেসাভান কেরলের মুখ্যমন্ত্রী উমেন চান্ডি ও অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অন্যদিকে রিনাশ ও তাঁর পরিবার সম্পর্কে সেভাবে কোনও তথ্য জানা যায়নি।
গত ১৭ ফেব্রুয়ারি শাহজাদির কথা জানা যায়। মৃত্যুদণ্ডের একদিন আগে সংযুক্ত আরব আমিরশাহি থেকে বাড়িতে ফোন করেন তিনি। ফাঁসির সাজার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তরুণী। এর পরই ফাঁসি রুখতে ভারত সরকারের সাহায্য চায় তরুণীর পরিবার। পাশাপাশি শাহজাদি কেমন আছেন জানতে চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তরুণীর বাবা সাবির খান। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের থেকে মেয়ের বিষয়ে জানতে চেয়েও কোনও লাভ হচ্ছে না। এরপরই জানা যায় ফাঁসি হয়ে গিয়েছে শাহজাদির। এবার জানা গেল আরও দুই ভারতীয়র মৃত্যুদণ্ডের কথাও।
বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য। গাজা যুদ্ধের দাবানল ক্রমে গ্রাস করছে পশ্চিম এশিয়াকে। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে বড় ভূমিকা নিতে পারে ভারত। এমনটাই মনে করছে সেখানকার বহু দেশই। এই পরিস্থিতিতে শাহজাদির ফাঁসি রুখতে নয়াদিল্লি চেষ্টা শুরু করতেও সাফল্য পায়নি। যা প্রশ্ন তুলে দিচ্ছে মোদির মধ্যপ্রাচ্য নীতি নিয়েই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.