Advertisement
Advertisement
Yogi Adityanath

যোগীকে খুনের হুমকি! মথুরায় পুলিশের জালে যুবক

কেন হুমকি দিয়েছিল সে?

Death threat to Yogi Adityanath, 1 arrested
Published by: Subhodeep Mullick
  • Posted:September 21, 2025 2:45 pm
  • Updated:September 21, 2025 2:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজমাধ্যমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশের মথুরা থকে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই যুবক সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সে যোগীকে খুনের হুমকি দেয়। শুধু তাই নয়, ভিডিওতে অভিযুক্তের হাতে একটি বন্দুকও ছিল বলে অভিযোগ উঠেছে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের ঠিকানা হাতে পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে তৎপর হয় তদন্তকারীরা। তার বাড়িতে পৌঁছলে সে ছাদে উঠে পালানোর চেষ্টা করে। এমনকী পুলিশকে ভয় দেখাতে সে শূন্যে গুলিও চালায় বলে অভিযোগ। 

মথুরার পুলিশ সুপার (গ্রামীণ) সুরেশ চন্দ্র রাওয়াত বলেন, “যুবককে গ্রেপ্তার করতে আমাদের তিন থেকে চার ঘণ্টা লেগে যায়। কিছুতেই সে ছাদ থেকে নিচে নামতে চাইছিল না। এরপর কয়েকজন আধিকারিক সিঁড়ি ব্যবহার করে বারান্দার পিছনের দিয়ে ছাদে ওঠেন। তারপর সে ধরা পড়ে যায়।” পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নিয়েছে। রাগ থেকেই সে এমন হুমকি দেয় বলে জানিয়েছে তদন্তকারীদের। কিন্তু কীভাবে তার কাছে বন্দুক এল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।   

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ