সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। ইতিমধ্যেই ৪০ জনের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। অন্তত ২০০ জন এখনও নিখোঁজ। ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট দুর্যোগ কাশ্মীরের চাসোটিতে। মাছাইল মাতা যাত্রা শুরু হয় এই চাসোটি থেকে। মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে বিপর্যয়ের কারণে বাতিল করা হয়েছে এবছরের মাছাইল মাতা যাত্রা। কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে বা প্রাকৃতিক বিপর্যয়ে কতজনের মৃত্যু হয়েছে সেই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। অসমর্থিত সূত্রের খবর, ইতিমধ্যেই ৪০ জনের মৃত্যু হয়েছে। কর্তব্যরত দুই সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। পরিস্থিতি যতখানি গুরুতর, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভয়াবহ দুর্যোগের খবর পেয়েই এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। জম্মু-কাশ্মীরের ক্ষতিগ্রস্থ এলাকায় সমস্তরকম সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি লেখেন, ‘শোকাহত পরিবারগুলির জন্য আমার সমবেদনা জানাই। উদ্ধারকাজ যেন সফলভাবে চলতে পারে, এই প্রার্থনা করি।’ উদ্ধারকারীরা যেন আরও দ্রুততার সঙ্গে কাজ করতে পারে, সেজন্য আরও বেশি সংখ্যক উদ্ধারকারী দল কাশ্মীরে পাঠাতে অনুরোধ জানিয়েছে কংগ্রেস।
কিশ্তওয়ার পুলিশ ইতিমধ্যেই নিখোঁজদের পরিবারের জন্য হেল্পলাইন চালু করেছে। বিপর্যয়ের আবহে স্বাধীনতা দিবসে কাশ্মীরের যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানান ওমর। তবে ভাষণ এবং কুচকাওয়াজ হবে নিয়মমাফিক। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১২০ জনকে উদ্ধার করা গিয়েছে। তবে ২০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ।
In light of the tragedy caused by the cloud burst in Kishtwar I have taken the decision to cancel the “At Home” tea party tomorrow evening. We have also decided not to go ahead with the cultural events during the morning Independence Day celebrations. The formal events – speech,…
— Omar Abdullah (@OmarAbdullah)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.