Advertisement
Advertisement
Telangana pharma plant blast

তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে বাড়ল মৃতের সংখ্যা, দুর্ঘটনার কারণ খুঁজতে চলছে তদন্ত

আজই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি।

Death toll rises to 34 after explosion at Telangana pharma plant blast
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 1, 2025 10:02 am
  • Updated:July 1, 2025 12:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানার পাশমাইলরামের সিগাচি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৫। মঙ্গলবার এই উর্ধ্বতন পুলিশ আধিকারিক এই তথ্য দিয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ বলেন, “ধ্বংসাবশেষ সরানোর সময় এখনও পর্যন্ত ৩২ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। হাসপাতালে মৃত্যু হয়েছে তিনজনের।” পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধারকাজ এখনও চলছে।

তেলেঙ্গার স্বাস্থ্যমন্ত্রী সি দামোদর জানিয়েছেন, মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ঘটনাস্থল পরিদর্শ ন করবেন। সোমবার বিকালে এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয় তেলেঙ্গানার রাসায়নিক কারখানায়। বিস্ফোরণের পরেই আগুন লেগে যায় কারখানায়। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানের কাজ শুরু করেন। আগুন নেভানোর পর শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বেশ কয়েকজন শ্রমিক ১০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়েন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে কারখানার শেডটি পুরোপুরি উড়ে গিয়েছে। এমনকী বিস্ফোরণের জেরে কারখানার পাশের একটি বাড়ি ভেঙে পড়ে। আরও একটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement