সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক ধরে বাণিজ্যনগরী মুম্বইয়ে চলছে অবিরাম বৃষ্টি। কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বইতে। জল থইথই গোটা বাণিজ্যনগরী। প্রভাব পড়েছে রেল চলাচলে। প্রায় থমকে গিয়েছে বাণিজ্যনগরীর জনজীবন। রাস্তার অবস্থাও বেহাল। বৃষ্টির জলের তলায় রাস্তাই এখন যেন মৃত্যুফাঁদ। ওই বেহাল রাস্তার জেরে দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন পাঁচজন। তারই প্রতিবাদে এবার ময়দানে নবনির্মাণ সেনা। প্রাণহানির পরেও কেন রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না, সেই অভিযোগে পূর্ত দপ্তরের অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সদস্যরা।
: Maharashtra Navnirman Sena (MNS) workers vandalise the office of Public Works Department in Navi Mumbai over incidents of pothole deaths in the state.
Advertisement— ANI (@ANI)
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ওই ভাঙচুরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পূর্ত দপ্তরের অফিসে ঢুকে কার্যত তাণ্ডব চালায় তারা। ভাঙচুর করা হয় কম্পিউটার। ছুঁড়ে ফেলে দেওয়া হয় চেয়ার-টেবিল। অফিসে থাকা অন্য আসবাব পত্রও ভাঙচুর চালায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পূর্ত দপ্তরের জানালা, দরজাতেও ব্যাপক ভাঙচুর চালায় তারা। তবে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তাণ্ডবের সময় পূর্ত দপ্তরের কোনও আধিকারিককেই দেখা যায়নি।
দিনকয়েক আগে মহারাষ্ট্রের কল্যাণে রাস্তার গর্তের জন্য স্কুটার থেকে পড়ে গিয়ে মারা যান এক ব্যক্তি। এর আগে আরও চারজনের মৃত্যু হয়েছে। বর্ষার মরশুমে পাঁচজনের মৃত্যুর ঘটনাকে নিছকই দুর্ঘটনা বলে দাবি করেন মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল। তার মন্তব্য নিয়েও ওঠে সমালোচনার ঝড়। যদিও সমালোচনার পর নিজের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা যুক্তি দেন মন্ত্রী। কারও আবেগে ধাক্কা দিতে চাননি বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।
বেহাল রাস্তার জেরে মৃত্যু লেগেই রয়েছে। কিন্তু তারপরেও রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তার প্রতিবাদেই সোমবার পূর্ত দপ্তরের অফিসে ভাঙচুর চালায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এর আগেও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তাণ্ডবের সাক্ষী থেকেছে বাণিজ্যনগরী। মাল্টিপ্লেক্সে খাবারের দাম বেশি থাকায় তাণ্ডব চালিয়েছিল তারা। যদিও চাপের মুখে মাল্টিপ্লেক্সে বাইরের খাবার নিয়ে ঢোকার অনুমতি দেয় মহারাষ্ট্র সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.