সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে ভারতের বিজয়গাথা তুলে ধরতে দেশবাসীর কাছে আহ্বান মোদি সরকারের। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার জবাবি হামলা নিয়ে এবার প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করল প্রতিরক্ষামন্ত্রক। দেশের যে কোনও প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতায় সেরা প্রাবন্ধিককে পুরস্কৃত করবে কেন্দ্রীয় সরকার।
প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দেশের যুব সম্প্রদায়ের কণ্ঠস্বরকে আরও শক্তিসালী করার লক্ষ্যেই আয়োজিত হয়েছে এই প্রতিযোগিতা। এখানে অংশ নিতে চাইলে -এই লিঙ্কে ক্লিক করতে হবে। যে কোনও ব্যক্তি হিন্দি বা ইংরেজি ভাষা বেছে নিয়ে লিখতে পারবেন প্রতিবেদন। ১ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে প্রবন্ধ জমা দেওয়ার পর্ব। সেখান থেকে বেছে নেওয়া হবে সেরা তিন প্রাবন্ধিককে। তাঁদের ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি ৭৮ তম স্বাধীনতা দিবসে লালকেল্লার অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন প্রাবন্ধিক। প্রবন্ধের পাশাপাশি সমসাময়িকতার সঙ্গে তাল মিলিয়ে ‘রিল মেকিং’ প্রতিযোগিতারও আয়োজন করেছে প্রতিরক্ষামন্ত্রক।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। সেই মৃত্যুর বদলা নিতে ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলা চালায় ভারত। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। ভারতের হামলায় গুঁড়িয়ে ৯ জঙ্গিঘাঁটি। মৃত্যু হয় শতাধিক জঙ্গির। এরপর পাক সীমান্তবর্তী রাজ্য জম্মু-কাশ্মীর, থেকে গুজরাট পর্যন্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। যদিও তাদের সে হামলা রুখে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ভারত, চাপের মুখে পড়ে ভারতের কাছে সংঘর্ষবিরতির প্রস্তাব পাঠায় পাকিস্তান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.