Advertisement
Advertisement
Night Sights Rifles

অন্ধকারও বাঁচাতে পারবে না জঙ্গিদের! ভারতীয় জওয়ানদের রাইফেলে এবার ‘পেচকচক্ষু’

৬৫৯ কোটি টাকার চুক্তি করল প্রতিরক্ষা মন্ত্রক।

Now Defence Ministry Signs Deal For Night Sights For SIG 716 Rifles
Published by: Kishore Ghosh
  • Posted:October 16, 2025 9:12 am
  • Updated:October 16, 2025 12:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার শক্তি বাড়াতে বড় পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের। এবার অন্ধকারেও আর রেহাই নেই জঙ্গি তথা দুষ্কৃতীদের। অত্যাধুনিক ৭.৬২X৫১ এমএম এসআইজি ৭১৭ রাইফেলের জন্য ‘পেচকচক্ষু’ (Knight Sights) কিনতে স্বাক্ষর হল ৬৫৯.৪৭ কোটি টাকার চুক্তি।

Advertisement

এসআইজি রাইফেল রাতেও দূরের লক্ষ্যে নির্ভুল আঘাত আনতে সক্ষম। তবে নতুন ‘নাইট সাইটস’ সর্বোচ্চ ৫০০ মিটার দূরের লক্ষ্যেও আঘাত আনতে পারবে। এমনকী অমাবস্যার রাতেও, যখন তারার আলো ছাড়া বাকিটা মিশমিশে অন্ধকার। এই মুহূর্তে ভারতীয় সেনার কাছে যে ‘নাইট সাইটস’ রয়েছে তার তুলনায় অনেক বেশি সক্ষমতা সম্পন্ন নতুন ‘পেচকচক্ষু’।

প্রতিরক্ষা মন্ত্রকের এই চুক্তি আত্মনির্ভর ভারতের জন্যও বড় পদক্ষেপ। কারণ এসআইজি ৭১৭ রাইফেল একান্ন শতাংশেরও বেশি দেশীয় সামরিক সরাঞ্জমে তৈরি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১৫ অক্টোবর ‘নাইট সাইটস’-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে মেসার্স এমকেইউ লিমিটেড (লিড মেম্বার) এবং মেসার্স মেডবিট টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের সঙ্গে।

প্রসঙ্গত, গতকাল পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাকর্তা। পশ্চিমাঞ্চলীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল মনোজকুমার কাটিয়ার বলেন, ভারতের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই পাকিস্তানের। কিন্তু পহেলগাঁও হামলার মতো কোনও চক্রান্ত ফের তারা করতেই পারে। তবে তিনি আশ্বাস দেন, ভারতও ‘অপারেশন সিঁদুর ২.০’-র জন্য তৈরি। আর এবারের অপারেশন হবে আরও বেশি ভয়ানক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ