Advertisement
Advertisement
Delhi Accident

নাবালকের গাড়ির চাকা টেনে নিয়ে গেল ৬০০ মিটার! দিল্লিতে যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

অভিযোগ, বারবার সতর্ক করা সত্ত্বেও তাতে কান দেয়নি অভিযুক্ত।

Delhi Accident minor driver drag body victim dead

প্রতীকী ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:August 27, 2025 2:35 pm
  • Updated:August 27, 2025 2:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ফের পথ দুর্ঘটনা। ১৬ বছরের নাবালকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩২ বছরের এক যুবকের। শনিবার সন্ধ্যায় উত্তর দিল্লিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। চালককে আটক করেছে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই যুবককে ধাক্কা মারছে লাল রঙের একটি গাড়ি। এবং এরপরও আহত ব্যক্তিকে সাহায্য করার পরিবর্তে ওই যুবককে প্রায় ৬০০ মিটার টেনে নিয়ে যাচ্ছে গাড়িটি। অবশেষে নর্থ দিল্লি পাওয়ার লিমিটেডের পাঁচ নম্বর গেটের কাছে নিহত যুবককে ফেলে রেখে পালায় ওই নাবালক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই মৃত্যু হয় ওই যুবকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক সাইকেল আরোহী ওই নাবালককে সতর্ক করলেও সেই কথায় কান না দিয়ে গাড়ি চালিয়ে দেয় সে। সুজিতের দেহ গাড়ির চাকা থেকে ছিটকে বেরিয়ে যাওয়ার পরেই দ্রুতগতিতে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয় জনতাই পুলিশকে খবর দেয়।

জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম সুজিত মণ্ডল। দিল্লির রাজা বিহারের বাসিন্দা সুজিত বদলি শিল্প তালুকে একটি পাইপ কারখানায় কাজ করতেন। শরীরের বহু যায়গায় ক্ষত এবং জামা ছেঁড়া অবস্থায় নিহত যুবকের দেহ উদ্ধার করে বুরারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সুজিতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সুজিতের শ্যালক জিতেশ তাঁর দেহ শনাক্ত করেছে।

এলাকার ডেপুটি পুলিশ কমিশনার হরেশ্বর স্বামী জানিয়েছেন, “আহত ব্যক্তি গাড়ির নিচে আটকে আছেন জেনেও, গাড়ির চালক কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে তারপর ফের গাড়ি চালিয়ে দেন।” সিসিটিভি ফুটেজের সাহায্যে গাড়ির নম্বর শনাক্ত করে পুলিশ। জানা যায়, গাড়িটি চালাচ্ছিল এক নাবালক। হরেশ্বর জানিয়েছেন অভিযুক্ত নাবালককে হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা করা হয়েছে। ধৃত নাবালকের দাবি, স্থানীয় মানুষের আক্রমণের ভয়েই এলাকা ছেড়ে পালায় সে। প্রায় একই ঘটনা ঘটে গত জানুয়ারি মাসে। দিল্লিতে একটি স্কুটিতে ধাক্কা মারে একটি গাড়ি। স্কুটি-আরোহী ওই মহিলাকে প্রায় ১২ কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যায় গাড়িটি। সেই ঘটনায় মৃত্যু হয় ওই মহিলার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ