Advertisement
Advertisement
Air India

সওয়ার ওড়িশার মুখ্যমন্ত্রী, খারাপ আবহাওয়ায় কলকাতায় জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ দিল্লি-ইন্দোরগামী বিমানের!

Delhi-Bhubaneswar Air India flight diverts to Kolkata due to bad weather
Published by: Amit Kumar Das
  • Posted:September 5, 2025 3:02 pm
  • Updated:September 5, 2025 3:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারাপ আবহাওয়ার জেরে কলকাতায় জরুরি অবতরণ দিল্লি-ভুবনেশ্বর এয়ার ইন্ডিয়া বিমানের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে। কলকাতায় অবতরণের পর বিমানে জ্বালানি ভরে ফের ভুবনেশ্বরে রওনা দেয় বিমানটি। খোদ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি-সহ শতাধিক সযাত্রি ছিলেন বিমানটিতে।

Advertisement

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, শুক্রবার সকালে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার AI473 বিমানটি। ভুবনেশ্বরে অবতরণের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখন অবতরণ সম্ভব নয়। এই অবস্থায় বিমানের মুখ ঘুরিয়ে দেওয়া হয় কলকাতার দিকে। কলকাতায় জরুরি অবতরণ করে বিমানটি। এখানে জ্বালানি তেল ভরার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ ফের কলকাতা থেকে রওনা দেয় বিমানটি। এরপর দুপুর ১টা নাগাদ ভুবনেশ্বরে অবতরণ করে সেটি।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, শতাধিক যাত্রীর সঙ্গে এই বিমানেই সফর করছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তিনি-সহ সমস্ত যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে বিমান কর্তৃপক্ষের তরফে। ওড়িশার নগর উন্নয়ন মন্ত্রী কেসি মহাপাত্র সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছে, “খারাপ আবহাওয়ার কারণে বিমানটি ভুবনেশ্বরে বিমানবন্দরে অবতরণ করতে পারেনি, বিমানের মুখ কলকাতাযর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তবে সকলেই নিরাপদে রয়েছেন।”

এদিকে যান্ত্রিক ত্রুটির জেরে দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে রীতিমতো আতঙ্ক ছড়ায়। শুক্রবার সকালে মাঝআকাশে পাইলটের তরফে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়, বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ইন্দোরে জরুরি অবতরণ করে বিমানটি। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরে উপস্থিত ছিল দমকল, অ্যাম্বুল্যান্স ও সিআইএসএফের টিম। অবশ্য এই ঘটনায় সকলেই সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে বিমান কর্তৃপক্ষের তরফে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ