স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: আগামী বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে দিল্লির প্রবাসী বাঙালীদের মন পেতে দুর্গাপুজোয় যাবতীয় সাহায্যের আশ্বাস বিজেপি নেত্রী তথা দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। প্রতিবারই পুজোর সময় অনুমতি, পুলিশি সমস্যা-সহ নানা ঝামেলায় জর্জরিত হতে হয় পুজো উদ্যোক্তাদের। সম্প্রতি এই সমস্যা মেটাতে উদ্যোগী হয় দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশন।
শনিবার দিল্লির বিভিন্ন পুজো কমিটির সঙ্গে বৈঠক করেন দিল্লির রেখা। বৈঠকে তিনি জানান, প্রতিবারের মতো বিদ্যুৎ সংযোগের জন্য মিটার নিতে আর ৪০ হাজার নয়, ১০ হাজার টাকা জমা দিলেই হবে। ১২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মকুব করার আশ্বাসও দেন তিনি। এছাড়া পুজো সংক্রান্ত বিভিন্ন অনুমতির জন্য যাতে বিভিন্ন দপ্তরে ঘুরতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে প্রতি জেলাশাসকের দপ্তরে খোলা হবে সিঙ্গল উইন্ডো সিস্টেম। সেখানই মিলবে অনুমতি। পুলিশি ঝঞ্ঝাট এড়াতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন রেখা। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিশেষ করে দিল্লিতে ‘বাঙালি হেনস্তা’র জেরে প্রশ্নের মুখে পড়েছে গেরুয়া শিবির। তাছাড়া আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বাঙালি-মন পেতেই দিল্লির পুজো কমিটিগুলিকে ঢাল করতে চাইছে বিজেপি।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। যেগুলি লেখা ছিল বাংলা ভাষায়। আর সেই সব নথির তথ্য যাচাইয়ের জন্য একজন অনুবাদক দরকার। এই মর্মেই বঙ্গভবনে একটি চিঠি দেয় দিল্লি পুলিশ। সেই চিঠিতেই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষার তকমা দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়। ব্যাপক সমালোচনার মুখে পড়ে দিল্লি পুলিশ। ঘটনাটির তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল। বিষয়টি নিয়ে বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে বাঙালি-মন পেতে রাজধানীতে দুর্গাপুজোর উপর বিশেষ নজর দেওয়া শুরু করে দিল বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.