সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সঙ্গে কথা বলতে পারবে মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। সোমবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট তার আবেদন মঞ্জুর করেছে। আদালত জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে রানা একবারই তাঁর পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারবে। পাশাপাশি, আগামী দশ দিনের মধ্যে জেল কতৃপক্ষকে মুম্বই হামলার অন্যতম চক্রীর স্বাস্থ্য সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তীকালে রানাকে নিয়মিত ফোনে কথা বলতে দেওয়ার অনুমতি দেওয়া যায় কিনা সে বিষয়েও জেল কতৃপক্ষকে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট।
উল্লেখ্য, ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইয়ে যে পাকিস্তানের জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদতদাতা ছিল এই রানা। হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল মার্কিন নাগরিক ডেভিল কোলম্যান হেডলি। রানা তার ঘনিষ্ঠ। প্রায় দেড় দশক ধরে এই অপরাধীকে হাতে পেতে চেষ্টা চালিয়ে গিয়েছে ভারত। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায় ফের তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই জঙ্গিকে দিল্লির হেফাজতে দিতে মার্কিন প্রশাসন আদালতে আবেদন করে।
২০২৩ সালের ১৬ মে রানাকে প্রত্যর্পণের নির্দেশ দেয় ক্যালিফোর্নিয়ার জেলা আদালত।তারপর আরও বেশ কিছু জায়গাতেও আবেদন জানায় রানা। শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্টেও রানা আবেদন করে। কিন্তু কোথাওই স্বস্তি মেলেনি তার। গত বছরের আগস্ট মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত জানিয়ে দেয় রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। পালটা আবেদন করেছিল সে। কিন্তু কিছুই ধোপে টেকেনি। সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছে রানা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.