Advertisement
Advertisement
Uphaar cinema hall

আড়াই দশক পর ‘মুক্ত’ অভিশপ্ত সেই উপহার সিনেমা প্রাঙ্গন

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ৫৯ জন।

Delhi Court orders de-sealing of Uphaar cinema hall premises। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 2, 2023 9:12 pm
  • Updated:August 2, 2023 9:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের নির্দেশে আড়াই দশক পর খুলতে চলেছে দিল্লির সেই অভিশপ্ত উপহার সিনেমা হলের প্রাঙ্গন। বুধবার দিল্লি কোর্ট ওই সিনেমা হল ‘ডি-সিল’ করার পক্ষে রায় দিয়েছে।

Advertisement

১৯৯৭ সালে দিল্লির উপহার সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। যার জেরে প্রাণ হারিয়েছিলেন ৫৯ জন। আহত হয়েছিলেন ১০০ জন। ওই দুর্ঘটনার পর থেকেই বন্ধ করে দেওয়া হয় সিনেমা হলটি। প্রায় আড়াই দশক ধরে সিল রয়েছে সেই অভিশপ্ত বাড়িটি। জানা গিয়েছে, দিল্লির আদালতে হলটিকে ‘ডি-সিল’ করার আবেদন জানিয়েছিল অংশল থিয়েটার ক্লাব হোটেল অ্যান্ড প্রাইভেট লিমিটেড। এই সংস্থারই ডিরেক্টর পদে ছিলেন উপহার কাণ্ডে দোষী সাব্যস্ত রিয়েল এস্টেট ব্যারন সুশীল অংশল ও গোপাল অংশল। ২০০৯ সালে নিম্ন আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হলে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায়ই বহাল রাখে।

[আরও পড়ুন: ‘ক্ষমা চাইব না’, মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা রাহুল গান্ধীর]

এদিন, দিল্লি কোর্টের বিচারক বলেন, “মামলাটি প্রায় শেষ পর্যায় এসে পৌঁছেছে। তাই সিনেমা হলের প্রাঙ্গন বন্ধ করে রাখার কোনও কারণ নেই।” তাছাড়া, ওই সিনেমা হলটি আবেদনকারীদের ফেরত দেওয়া নিয়ে তাদের কোনও আপত্তি নেই বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) ও দিল্লি পুলিশ। সায় দিয়েছেন ‘অ্যাসোসিয়শন অফ ভিক্টিমস অফ উপহার ট্র্যাজেডি’র প্রেসিডেন্ট নিলম কৃষ্ণমূর্তিও। উল্লেখ্য, এপ্রিলের ২৭ তারিখ হলটিকে ‘ডি-সিল’ করতে আবেদনকারীদের নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।     

প্রসঙ্গত, উপহার সিনেমা হলে যে দুর্ঘটনা ঘটেছিল এই বছর সেটাই ধরা পড়ে ‘ট্রায়াল বাই ফায়ার’ ওয়েব সিরিজে। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভয় দেওল, রাজশ্রী দেশপাণ্ডেকে।

[আরও পড়ুন: উৎসবের মরশুমের আগে দিল্লিতে নিষিদ্ধ চিনা মাঞ্জা, ধরা পড়লে ৫ বছরের জেল]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ