Advertisement
Advertisement
2023 Parliament breach case

সংসদে ‘গ্যাস বম্ব’ নিয়ে হামলা! দু’বছর পর জামিন পেলেন বিক্ষোভকারীরা

মোদি বিরোধী স্লোগান দিতে দিতে সংসদে সংসদে হামলা চালান ওই দুই বেকার যুবক।

Delhi high court grants bail to Neelam Azad, Mahesh Kumawat in 2023 Parliament breach case
Published by: Subhajit Mandal
  • Posted:July 2, 2025 2:05 pm
  • Updated:July 2, 2025 2:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদ ভবনে ঢুকে গ্যাস বম্ব নিয়ে হামলা! গ্যালারি থেকে ওয়েলে ঝাঁপিয়ে ‘তানাশাহি নেহি চলেগি’ স্লোগান। গণতন্ত্রের মন্দিরে আতঙ্ক। ছুটোছুটি সাংসদদের। প্রতিবাদের নামে সংসদের নিরাপত্তার গলদের সুযোগ নেওয়া দুই অভিযুক্তকে শর্তসাপেক্ষে জামিন দিল দিল্লি হাই কোর্ট।

Advertisement

১৩ ডিসেম্বর, ২০২৩ সালের সেই ঘটনায় মূল অভিযুক্ত নীলম আজাদ ও মহেশ কুমাওয়াত এতদিন জেলবন্দি ছিলেন। বুধবার তাঁদের শর্তসাপেক্ষ জামিন দিল দিল্লি হাই কোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হল তাঁদের। দুই অভিযুক্তের কেউ এই মামলার তদন্তপ্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না। মামলা নিয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য বা সোশাল মিডিয়ায় কোনও পোস্ট করতে পারবেন না। এ ছাড়াও, নীলম ও মহেশ দু’জনকেই প্রতি সোম, বুধ এবং শুক্রবার সকাল ১০টায় থানায় হাজিরা দিতে হবে। আদালতের অনুমতি ব্যতীত তাঁরা দিল্লিও ছাড়তে পারবেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভায় ছড়ায় আতঙ্ক। আচমকাই সেখানে ঢুকে পড়েন নীলম ও মহেশ। তাদের কাছে গ্যাস ছোড়ার সরঞ্জাম ছিল। তখন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। সেই সময় আচমকা দুই যুবক হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তাঁদের আটক করা হয়। ওই ঘটনার পরে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

সংসদে গ্যাস হানার চক্রীরা অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন, তাঁরা জঙ্গি নন, বেকার। বিশেষ বার্তা দিতেই সংসদে গ্যাস হানার পথ বেছে নিয়েছেন। তাঁরা একটি বিশেষ প্যামফ্লেট নিয়ে সংসদে ঢুকেছিলেন। ওই প্যামফ্লেটে লেখা ছিল, “নিরুদ্দেশ প্রধানমন্ত্রীর সম্পর্কে কোনও খোঁজ দিলে তাঁকে সুইস ব্যাঙ্ক থেকে নগদ অর্থ পুরস্কার হিসাবে দেওয়া হবে।” হামলার প্রায় দু’বছর পর ছাড়া পাচ্ছেন দুই মূল অভিযুক্ত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ