সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে ফের বিমান বিভ্রাট! যান্ত্রিক ত্রুটির জেরে দিল্লিতে ফিরল ইন্ডিগোর একটি বিমান। উড়ানটিতে মোট ১৮২ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তবে প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিমানটি দিল্লি থেকে লে-র উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু উড়ানের পরই মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আচমকা উড়ানের ভিতর ঝাঁকুনি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপরই পাইলট বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। অবশেষে দিল্লিতেই নিরাপদে অবতরণ করে উড়ানটি। বিমানের সকল যাত্রী এবং ‘ক্রু’-রা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। বলা বাহুল্য, পাইলটের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি। যদিও ইন্ডিগোর তরফ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি।
Watch: IndiGo flight 6E 2006 from Delhi to Leh made an emergency landing due to technical reasons. The aircraft turned back and landed safely in Delhi shortly after approaching Leh. Around 180 people, including crew members, were on board
— IANS (@ians_india)
প্রসঙ্গত, বুধবারও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ইন্ডিগোর একটি বিমান। এদিন বিকেল সাড়ে চারটেয় ভুবনেশ্বর থেকে কলকাতায় আসার কথা ছিল উড়ানটির। নির্দিষ্ট সময়ে রানওয়েতে ছুটতেও শুরু করে বিমান। কিন্তু টেক অফের আগেই প্রবল ঝাঁকুনি দিয়ে বিমান থেমে যায়। মাঝআকাশে সেটি ভেঙে পড়ার মতো অবস্থায় চলে গিয়েছিল বলে খবর। একদিন পর ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর আরও একটি বিমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.