Advertisement
Advertisement
Delhi

টানা বৃষ্টির জের! ৩৪ বছরের রেকর্ড ভেঙে শীতলতম আগস্টের সাক্ষী রাজধানী

জলমগ্ন রাস্তাঘাট।

Delhi logs coolest August day in 34 years
Published by: Subhodeep Mullick
  • Posted:August 10, 2025 12:49 pm
  • Updated:August 10, 2025 3:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টিপাতের জেরে এক ধাক্কায় অনেকটা নামল দিল্লির তাপমাত্রা। শনিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। জানা যাচ্ছে, গত ৩৪ বছরে আগস্ট মাসে দিল্লির তাপমাত্রা ২৬-এর ঘরে নামেনি। ১৯৭৬ সালের আগস্ট মাসে শেষবার রাজধানীর তাপমাত্রা নেমেছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

Advertisement

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে রাজধানীতে। যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে বহু রাস্তাঘাট। ব্যাহত যান চলাচল। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রবল বৃষ্টিপাতের দেরিতে চলছে বহু বিমান। তবে এখনও পর্যন্ত কোনও উড়ান বাতিলের খবর পাওয়া যায়নি। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে প্রগতি ময়দান এলাকায় (১০০ মিলিমিটার)। এরপর তালিকায় রয়েছে সফদরজং (৭৮.৭ মিলিমিটার),  লোধি রোড (৮০ মিলিমিটার) এবং পুসা (৬৯ মিলিমিটার)। আগামী কয়েকদিন দিল্লির একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

প্রসঙ্গত, অবিশ্রান্ত বৃষ্টিপাতের জেরে শনিবার ভয়ংকর দুর্ঘটনা ঘটে যায় দক্ষিণ-পূর্ব দিল্লির জৈতপুর এলাকার হরি নগরে। সেখানে দেওয়ালের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয় দুই শিশু-সহ ৮ জনের। বর্ষার মরসুমে ফের একই ধরনের ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় মন্দির লাগোয়া অঞ্চলের সবকটি ঝুপড়ি ইতিমধ্যেই খালি করে দিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ