Advertisement
Advertisement
Delhi

দাম্পত্য কলহের চরম পরিণতি, দিল্লিতে স্ত্রী এবং দুই শিশুকন্যাকে খুন করে পলাতক যুবক!

পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ।

Delhi Man Kills Wife and 2 Daughters At Home

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:August 9, 2025 2:13 pm
  • Updated:August 9, 2025 2:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ভয়ংকর হত্যাকাণ্ড। স্ত্রী এবং দুই শিশুকন্যাকে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে রাজধানীর কারাওয়াল নগরে ঘটছে এই হত্যাকাণ্ড। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল যুগলের মধ্যে। শুক্রবার রাতে বচসার পর মেজাজ হারান যুবক। এরপরেই স্ত্রী এবং পাঁচ ও সাত বছর বয়সি দুই মেয়েকে খুন করেন তিনি!

Advertisement

প্রতিবেশী এক ব্যক্তি বলেন, “শনিবার সকাল ৬টা নাগাদ খুনের কথা জানতে পারি। বিছানায় পড়েছিল মা ও দুই মেয়ের দেহ। স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদিনই ঝামেলা হত।” যদিও ঠিক কোন সময়ে হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে পারেনি প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পলাতক অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।

চলতি সপ্তাহের শুরুতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে দিল্লিতে। সাধু সেজে প্রাক্তন স্ত্রীর বাড়িতে ঢুকে তাঁকে হাতুড়ির আঘাতে খুন করেন এক যুবক। বুধবার রাত বারোটা নাগাদ দক্ষিণ দিল্লির নেব সরণিতে এই খুনের ঘটনা ঘটে। বেশ কয়েক ঘণ্টা পর বিষয়টি প্রকাশ্যে আসে, যখন ভোররাতে প্রতিবেশীরা মৃতার কিরণ ঝার রক্তাক্ত দেহ দেখতে পান। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছিল না কেন এই হত্যাকাণ্ড। ভোর চারটে নাগাদ খবর পায় পুলিশ। এক পুলিশকর্তা বলেন, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ