Advertisement
Advertisement
Delhi SIR

বিহারের পর দিল্লিতে শুরু SIR প্রক্রিয়া! ২০০২ তালিকায় ভোটারদের নাম খোঁজার নির্দেশ কমিশনের

দিল্লির সিইও-র ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকার কপি আপলোড করা হয়েছে।

Delhi SIR: CEO has uploaded 2002 voter list and mapped current constituencies with 2002

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:September 17, 2025 9:45 pm
  • Updated:September 17, 2025 9:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের পর গোটা দেশেই যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR হতে চলেছে সেটা আগেই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজধানী দিল্লিতে সেই প্রক্রিয়া বকলমে শুরু হয়ে গেল। ভোটারদের ২০০২ সালের তালিকায় নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আর্জি জানালেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক।

Advertisement

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ভোটার তালিকা খতিয়ে দেখার এই পর্ব ২৬ অক্টোবর পর্যন্ত। ২০০২ সালের ভোটার তালিকায় ভোটারদের এবং অভিভাবকদের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে ওই বিবৃতিতে। দিল্লির সিইও-র ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকার কপি আপলোডও করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, কারও নাম না থাকলে তাঁদের বৈধ নথি প্রস্তুত রাখতে হবে। যাতে ভেরিফিকেশনের সময় সমস্যায় পড়তে না হয়। যার অর্থ বকলমে দিল্লিতেও SIR প্রক্রিয়া শুরু হয়ে গেল।

উল্লেখ্য, SIR নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। বিহারের ক্ষেত্রে কমিশন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য ১১টি নথির কথা প্রাথমিকভাবে ঘোষণা করেছিল। পরে নির্বাচন কমিশনের নির্দেশে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডও সংযুক্ত হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট এবং কমিশন স্পষ্ট করে দিয়েছে, আধার শুধুমাত্র পরিচয়পত্র, কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণপত্র নয়।

প্রসঙ্গত, এসআইআর-এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিরোধী দলগুলি অভিযোগ করেছে, এই ৬৫ লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশও করেনি। কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয়। সে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। সেসবের মধ্যেই এবার দিল্লিতে শুরু SIR প্রক্রিয়া। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement