Advertisement
Advertisement
CRPF

CRPF ডেরায় প্রকট হচ্ছে করোনা আতঙ্ক, মারণ ভাইরাসে আক্রান্ত ১২৭ জওয়ান

পূর্ব দিল্লির ব্যাটেলিয়নেই আক্রান্ত ১২২ জন।

Delhi: Test results of 68 more jawans have shown them COVID-19 positive
Published by: Sulaya Singha
  • Posted:May 2, 2020 11:52 am
  • Updated:May 2, 2020 11:52 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ নোভেল করোনা ভাইরাস থাবা বসিয়েছে সিআরপিএফের ডেরাতে। এক সপ্তাহের মধ্যেই আক্রান্তের সংখ্যাটা একশো ছাড়িয়ে গেল। বর্তমানে মোট ১২৭ জন জওয়ানের শরীরে মিলেছে এই মারণ জীবাণু।

Advertisement

গত মঙ্গলবার রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর। দেশে সেই প্রথম কোনও সিআরপিএফ আধিকারিক করোনার বলি হন। পূর্ব দিল্লির ময়ূর বিহারে সিআরপিএফের ৩১ নম্বর ব্যাটেলিয়নে পোস্টিং ছিল তাঁর। অসমের ৫৫ বছরের জওয়ানের ডায়াবেটিসের সমস্যা ছিল। সঙ্গে ছিল উচ্চ রক্তচাপ। সফদরজং হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। সেখানেই প্রাণ হারান তিনি। মধ্যবয়সি ওই ইনস্পেক্টরের মৃত্যুর পরই জানা যায় ৪৬ জন জওয়ানও এই ভাইরাসে আক্রান্ত। যার জেরে প্রায় এক হাজার জনকে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

[আরও পড়ুন: সংক্রমিতদের চিহ্নিত করতে নয়া পন্থা, মুম্বইয়ে চালু হল করোনা পরীক্ষার বাস]

এরপর শুক্রবার ১১২ জনের করোনা পরীক্ষা হয়। যাঁদের মধ্যে ১২ জনের রিপোর্ট পজিটিভ আসে বলে জানান এক সিনিয়র আধিকারিক। শনিবার সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে জানা গিয়েছে, ৬৮ জন জওয়ান আক্রান্ত করোনায়। সেই ব্যাটিলিয়নে মোট ১২২ জন আক্রান্তের খবর এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়েছে।

কীভাবে সেখানে থাবা বসাল মারণ ভাইরাস? আসলে মার্চ মাসে সিআরপিএফে নার্সিংয়ের কাজে নিযুক্ত এক জওয়ানের রিপোর্টে করোন পজিটিভ ধরা পড়ে। গত ১৭ এপ্রিল ব্যাটেলিয়নে যোগ দেওয়ার পর থেকে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। ২১ এপ্রিল টেস্টের পর জানা যায় তাঁর শরীর ভাইরাস বাসা বেঁধেছে। দিল্লির রাজীব গান্ধী হাসপাতালে ভরতি ছিলেন তিনি। এরপর গত ২৪ এপ্রিল আরও ন’জন জওয়ানের শরীরে মেলে ভাইরাস। পরের দিন আক্রান্ত হন আরও ১৫ জন। সেই সংখ্যাটাই এবার বেড়ে ১২২-এ পৌঁছে গিয়েছে। গোটা দেশে সিআরপিএফ জওয়ানের আক্রান্তের সংখ্যা ১২৭। যাঁদের মধ্যে একজন সুস্থ হয়ে উঠেছেন।

[আরও পড়ুন: ‘মুসলিম বিরোধী কার্যকলাপ চললে প্রতিক্রিয়া আসবেই’, মোদিকে হুঁশিয়ারি শশী থারুরের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ