Advertisement
Advertisement
Himachal Pradesh

হিমাচলে বেড়়াতে দিয়ে ধর্ষিতা দিল্লির তরুণী! হোটেলের ঘরে জোর করে ঢুকে নির্যাতন

অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Delhi tourist Physically Harassed in Himachal Pradesh Hotel
Published by: Kishore Ghosh
  • Posted:July 22, 2025 7:49 pm
  • Updated:July 22, 2025 7:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক পর্যটক। দিল্লির বাসিন্দা তরুণীকে হিমাচল প্রদেশের ধর্মশালার একটি হোটেলে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

তিন বন্ধুর সঙ্গে হিমাচলে বেড়াতে এসেছিলেন দিল্লির বাসিন্দা ওই তরুণী। তিনি এবং তাঁর বন্ধুরা প্রথমে জ্বালামুখী যান। সেখানে দু’দিন থাকার পর সেখান থেকে ধর্মশালা পৌঁছান। রবিবার হোটেলের ঘরে একাই ছিলেন তরুণী। বন্ধুরা ঘুরতে বেরলেও তাঁর শরীর অসুস্থ থাকায় তিনি হোটেলেই ছিলেন। এই সুযোগ কাজে লাগান অভিযুক্ত। জোর করে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ করেন যুবক। এমনকী নির্যাতনের পর এই ঘটনার কথা কাউকে বললে পরিণতি ভালো হবে না বলে শাসানো হয় তরুণীকে।

কাংড়ার অতিরিক্ত পুলিশ সুপার বীর বাহাদুর জানিয়েছেন, যে হোটেলে পর্যটককে ধর্ষণ করা হয়, ঘটনাচক্রে সেই হোটেলটি অভিযুক্তের বন্ধুর। সেই সুযোগকে কাজে লাগিয়েছেন অভিযুক্ত। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ