Advertisement
Advertisement

Breaking News

Delhi Fire

দিল্লির একটি ই-চার্জিং স্টেশনে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ২

কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

Delhi: Two dead, four injured in fire at e-charging station in Shahdara
Published by: Subhodeep Mullick
  • Posted:May 25, 2025 1:37 pm
  • Updated:May 25, 2025 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে দিল্লির শাহদরা এলাকার একটি ই-চার্জিং স্টেশনে বিধ্বংসী আগুন। সেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে দুই যুবকের। আহত হয়েছেন চারজন। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় দু’ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। 

Advertisement

পুলিশ ও দমকল সূত্রে খবর, রবিবার ভোর সাড়ে ছ’টা নাগাদ আচমকা চার্জিং স্টেশনটিতে আগুন লেগে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনার সময় স্টেশনটির ভিতরেই ঘুমাচ্ছিলেন দুই যুবক। আগুনে ঝলসে সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। মৃতদের নাম ব্রিজেশ (১৯) এবং মণিরম (১৮)। তাঁরা মধ্যপ্রদেশের বাসিন্দা। কিন্তু কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ বলেন, “দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে আটটা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। স্টেশনটির ভিতর থেকে দুই যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement