Advertisement
Advertisement
Delhi

দূষণে অন্ধকার দিল্লি, বন্ধ নির্মাণ, ‘সুপ্রিম’ নির্দেশে শ্রমিকদের ৮ হাজার টাকা দেবে আপ সরকার

সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় দিল্লিজুড়ে সর্বত্র নির্মাণ বন্ধ রাখার জন্য।

Delhi will pay 8,000 to construction workers hit by anti-pollution curbs

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 5, 2024 9:36 am
  • Updated:December 5, 2024 9:37 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণ কোনওভাবেই নিয়ন্ত্রণে না আসায় দিল্লিতে আপাতত সমস্ত রকমের নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে প্রবল সংকটে পড়েছেন রাজধানীতে কাজ করা ৯০ হাজারের বেশি নির্মাণকর্মী। এই অবস্থায় তাঁদের দিনগুজরানের ব‌্যবস্থা করতে দিল্লি সরকারের উপরেই দায়িত্ব দিল সর্বোচ্চ আদালত। এক নির্দেশে বলা হয়েছে, দূষণের কারণ যে সমস্ত কর্মী কাজ বন্ধ রাখতে বাধ‌্য হয়েছেন, তাঁদের জন‌্য ৮ হাজার টাকা করে দিতে হবে আম আদমি পার্টির সরকারকেই। 

Advertisement

বর্ষা শেষে শীতের মরশুমে রাজধানীতে প্রবল বায়ুদূষণের প্রকোপ হওয়া স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এবং শীতের আগে দূষণ কমার কোনও লক্ষণই দেখা যায় না। এ বছরও তার ব‌্যতিক্রম নয়। নানা পদক্ষেপের প্রস্তাব নানা তরফে সুপারিশ করা হলেও তাতে কাজের কাজ বিশেষ হয়নি। এই অবস্থায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় দিল্লিজুড়ে সর্বত্র নির্মাণকাজ বন্ধ রাখার জন্য। কিন্তু কাজ বন্ধ রাখতে বাধ‌্য হওয়ায় দৈনিক মজুরি ভিত্তিতে যাঁরা কাজ করেন তাঁদের সংকট চরমে পৌঁছচ্ছে।

এই পরিস্থিতিতে শ্রমিকদের নূন্যতম প্রয়োজন মেটাতে ৮ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আম আদমি পার্টির সরকার। বলা হয়েছে, যে সমস্ত শ্রমিক ২৫ নভেম্বরের আগেই বিল্ডিং অ‌্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স আইন অনুযায়ী নথিভুক্ত রয়েছেন, তাঁরাই এই সুবিধা পাবেন। এবং সেই সংখ‌্যাটা ৯০ হাজার ৭৫৯। এবং গত বছর যাঁরা অন্তত ৯০ দিন শ্রমিক হিসাবে নির্মাণ কাজ করেছেন তাঁরাও এই ভাতা পাবেন। অনলাইনে নথি পেশ করলে সরাসরি তাঁদের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে টাকা পৌঁছবে। উল্লেখ‌্য, গত ১৮ নভেম্বর দূষণ রুখতে নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ