Advertisement
Advertisement
Delhi

দাম্পত্য কলহের পরিণতি, ঘুমন্ত স্বামীর গায়ে গরম তেল ঢাললেন স্ত্রী, ছেটালেন লঙ্কার গুঁড়ো!

স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন যুবক।

Delhi Woman Attacks Sleeping Husband With Boiling Oil and Chilli Powder
Published by: Kishore Ghosh
  • Posted:October 8, 2025 8:28 pm
  • Updated:October 8, 2025 10:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর কাণ্ড দিল্লিতে। ঘুমন্ত স্বামীর গায়ে গরম তেল ঢেলে দিলেন স্ত্রী। এমনকী জ্বলে যাওয়া শরীরে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ারও অভিযোগ উঠল। নারকীয় অত্যাচারে চিৎকার করে ওঠেন যুবক। তাতে পালটা হুমকি দেন অভিযুক্ত স্ত্রী। তিনি বলেন, ‘চিৎকার করলে আরও গরম তেল গায়ে ঢেলে দেবো।’ 

Advertisement

আক্রান্ত যুবকের নাম দীনেশ। দক্ষিণ দিল্লির মাদানগিরে নিজের বাড়িতে রাতে ঘুমোচ্ছিলেন তিনি। ৩ অক্টোবর ভোরে গুরুতর আহত বছর আঠাশের দীনেশকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, স্ত্রী এবং কন্যা রয়েছে দিনেশের। আগের দিন রাতে দেরি করে বাড়ি ফেরেন ওষুধের কোম্পানির কর্মী যুবক। ভোর সাড়ে ৩টে নাগাদ আচমকাই গায়ে তীব্র জ্বালায় ঘুম ভেঙে যায় তাঁর। চোখ খুলতেই দেখেন স্ত্রী তাঁর গায়ে গরম তেল ঢেলে দিচ্ছেন, লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছেন।

দীনেশের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। একসময় বাধ্য হয়ে দরজা খোলেন স্ত্রী। যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেও অন্যদিকে হাঁটা দেন তিনি। এরপর প্রতিবেশীরাই আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউ বিভাগে চিকিৎসা চলে যুবকের। পাশাপাশি পুলিশকে গোটা ঘটনা জানান দীনেশ। তখনই জানা যায় আট বছরের দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে কলহ লেগে থাকত দীনেশের। বর্তমান ঘটনায় যুবকের অভিযোগের ভিত্তিতে তাঁর স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও পলাতক তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ