সোমনাথ রায়, নয়াদিল্লি: দেউলিয়া বলে দাবি করে জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে তাতেও হল না লাভ। জামিন পেলেন না অনুব্রতকন্যা সুকন্যা। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের রায়ে নিরাশই হলেন অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডল। সুতরাং বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গে আপাতত তাঁকে থাকতে হবে তিহাড় জেলেই।
বুধবার সকালে নির্দিষ্ট সময়ে সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন সুকন্যা। আদালতে উপস্থিত ছিলেন তাঁর বান্ধবী সুতপা। আদালতে কথা বলেন দু’জনের। সূত্রের খবর, দীর্ঘদিনের বান্ধবী সুতপার শারীরিক অবস্থার খোঁজখবর নেন সুকন্যা।
উল্লেখ্য, আর্থিক সমস্যার কারণে সুকন্যা মণ্ডল মামলা লড়তে অসুবিধের মুখে পড়েছেন। গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ফলে লেনদেন স্থগিত। বোলপুরের (Bolpur) নিচুপট্টির বাড়ি এখন খালি। পাশে নেই আত্মীয়-স্বজনরাও। সংকটের মুহূর্তে অর্থ দিয়ে সাহায্য করার মতোও কেউ নেই। এসব কথা জানিয়ে সুকন্যা আদালতে অন্তর্বর্তী জামিনের (Interim Bail)আবেদন জানিয়েছিলেন।
রাউস অ্যাভিনিউ কোর্টে গত সোমবার সেই মামলার শুনানিতে সুকন্যার আইনজীবী অমিত কুমার জানিয়েছিলেন, তাঁর মক্কেল দেউলিয়া। মা নেই, বাবা জেলে।ব্যাংক লেনদেন কিছুই করতে পারছেন না। আইনজীবীর খরচ চালানোর মতো সংগতিও নেই। ৬ সপ্তাহের জন্য জামিন দেওয়া হোক। তিনি অর্থ সংগ্রহ করে ফের মামলা লড়বেন। তবে তাতেও হল না লাভ। বিচারক জামিনের মামলা খারিজ করে দেন। আদালতের রায়ে নিরাশ অনুব্রতকন্যা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.