সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের মার্চ মাস। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক ডেলিভারি বয়। রেখে যান স্ত্রী, কন্যা ও বাবাকে। ক্ষতিপূরণের মামলা করেন স্ত্রী। অবশেষে মটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালের নির্দেশে ২৩ লক্ষ ৭৫ হাজার টাকা পাচ্ছেন মৃত ডেলিভারি বয়ের স্ত্রী, কন্যা ও বাবা।
ঘটনাটি মহারাষ্ট্রের থানের। দুর্ঘটনার দিন ডেলিভারি বয় হানিফ শাহিদ কুরেশি নিজের কাজে বেরিয়ে ছিলেন। ভিওয়ান্ডির দিকে মটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারে তাঁকে। কোমর ও উরুর উপর দিয়ে চলে যায় লরিটি। গুরুত্বর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মার যান তিনি।
স্বামীর মৃত্যুর পর ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন স্ত্রী। পালটা মামলা দায়ের করেন ট্রাকের মালিকও। দীর্ঘ লড়াইয়ের পর ট্রাইব্যুনাল জানিয়েছে, মৃত চালকের কোনও দোষ ছিল না। দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি মটর সাইকেলকে ধাক্কা মারে। অনেক চেষ্টা করেও দুর্ঘটনার থেকে বাঁচতে পারেননি কুরেশি।
ট্রাইব্যুনালের সদস্য আর ভি মোহিত বলেন, “তদন্তে দেখা গিয়েছে মৃত চালকের কোনও দোষ দেখা যায়নি। ট্রাকের চালকের ভুলেই এই দুর্ঘটনা।” দুর্ঘটনায় মৃত হানিফ শাহিদ কুরেশির মাসিক বেতন ছিল মাত্র ১২ হাজার টাকা। সেই দিক মাথায় রেখে ২৩ লক্ষ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
স্ত্রী, কন্যা ও বাবার মধ্যে কে কত টাকা পাবে তাও ঠিক করে দিয়েছে ট্রাইব্যুনাল। ১১ লক্ষ, ৭৫ হাজার ৪০০ টাকা দেওয়া হচ্ছে মৃতের স্ত্রীকে। ৯ লক্ষ টাকা পাবে মেয়ে। বাকি দেওয়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হানিফের বাবাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.