Advertisement
Advertisement

Breaking News

Pune

‘আবার আসব’, পুণের উচ্চবিত্ত আবাসনে তরুণীকে ধর্ষণ করে সেলফি তুলল ডেলিভারি বয়!

প্রশ্ন উঠছে, উচ্চবিত্ত আবাসনও নিরাপদ নয়?

Delivery Boy Selfie After Pune Woman Physically Abused At pose housing society

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:July 3, 2025 12:13 pm
  • Updated:July 3, 2025 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণে শহরের ধনী ব্যক্তিরা এই আবাসনের বাসিন্দা। নিরাপত্তার বেড়া ডিঙিয়ে সেই উচ্চবিত্ত আবাসনেরই একটি ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ একটি কুরিয়ার সার্ভিস সংস্থার এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে! ওটিপির জন্য মোবাইল ফোন নিতে ঘরে ঢুকেছিলেন তরুণী। পিছন পিছন ভিতরে ঢুকে পড়েন অভিযুক্তও। এর পরই জোর করে দরজা বন্ধ করে কুকর্ম সেরে পলাতক হন যুবক।

সূত্রের খবর, ঘরে ঢুকে তরুণীর মুখে এক ধরনের তরল স্প্রে করেন অভিযুক্ত। ফলে জ্ঞান হারান ওই তরুণী। এর পরেই কি ধর্ষণ করেন যুবক? তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে পালানোর আগে নির্যাতিতার ফোনে যুবক সেলফি তোলেন বলেও বলে জানা গিয়েছে। এই সঙ্গে লিখে যান—“আবার আসব”। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিণ্ডে জানান, অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। তিনি বলেন, “বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ব্যাঙ্কের একটি চিঠি নিয়ে ২২ বছরের ওই তরুণীর ফ্ল্যাটে হাজির হন ডেলিভারি বয় যুবক। কুরিয়ার সংস্থার পিন নম্বরের জন্য ফোন নিতে ঘরে ঢোকেন তরুণী। তখনই পিছন পিছন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন যুবক। এর পরই ধর্ষণ করেন বলে অভিযোগ।”

পুলিশ কর্তা আরও জানান, সাড়ে সাতটা নাগাদই জ্ঞান হারান তরুণী। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে ধরতে পুলিশ দশটি আলাদা আলাদা দল গঠন করেছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। কী স্প্রে করার ফলে তরুণী জ্ঞান হারিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর ফোনে অভিযুক্ত যুবকের একটি সেলফিও মিলেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement