Advertisement
Advertisement
Delhi High Court

দীর্ঘ সময় ধরে স্ত্রী সঙ্গমে রাজি না হলে তা মানসিক ক্রুরতার পরিচয়, পর্যবেক্ষণ হাই কোর্টের

এক ডিভোর্সের মামলায় এমনটাই জানালেন বিচারপতিরা।

Denial of intimacy by spouse can be considered mental cruelty, says Delhi High Court। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 1, 2023 9:48 am
  • Updated:November 1, 2023 9:49 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী যদি যৌনতায় অসম্মত না হন, তবে তা মানসিক ক্রুরতার পরিচয়। এক ডিভোর্সের মামলায় এমনটাই জানাল দিল্লি হাই কোর্ট। তবে সেই সঙ্গে এও জানানো হয়েছে, যদি সেই প্রত্যাখ্যান দীর্ঘ সময় ধরে করা হয় এবং ইচ্ছাকৃত ভাবে করা হয়, সেক্ষেত্রেই সেটাকে ক্রুরতা হিসেবে ধরতে হবে।

Advertisement

উল্লেখ্য, এক ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, তিনি স্ত্রীর মানসিক নিপীড়নের শিকার। তাঁর স্ত্রী শ্বশুরবাড়িতে থাকতে আগ্রহী নন। তিনি চান স্বামী ঘরজামাই থাকুন। এবং তিনি স্বামীর সঙ্গে যৌনতাতেও আগ্রহী নন। নিম্ন আদালত ওই ব্যক্তিকে ডিভোর্সের সম্মতি দিলেও হাই কোর্ট (Delhi High Court) ভিন্নমত পোষণ করেছে।

[আরও পড়ুন: ফের জ্বালানি জ্বালা, একলাফে অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম]

বিচারপতি সঞ্জীব সচদেব ও বিচারপতি মনোজ জৈন জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে স্ত্রী যদি ইচ্ছাকৃত ভাবে সঙ্গমে লিপ্ত হতে না চান তাহলে তা নিষ্ঠুরতা। কিন্তু এই ধরনের বিষয়ে আদালতকে বাড়তি সতর্ক হতে হবে। কেননা এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সংশ্লিষ্ট মামলায় ওই ব্যক্তি নিজেকে স্ত্রীর মানসিক ক্রুতার শিকার প্রমাণ করতে পারেননি। বরং বিষয়টি আসলে শাশুড়ি ও বউমার মধ্যে কলহের বলেই মনে করছে আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, তুচ্ছ বিরক্তি ও বিশ্বাস হারানোকে মানসিক নিষ্ঠুরতার সঙ্গে গুলিয়ে ফেলা যায় না।

[আরও পড়ুন: ‘এক রাতেই সব পালটে যায়…’, সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ