Advertisement
Advertisement
Delhi-NCR fog

ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্য, ‘অন্ধ’ দিল্লিতে বাতিল বহু বিমান, বিপর্যস্ত ট্রেন চলাচলও

দিল্লির বাতাসের গুণগত মান এখনও ভয়ানক পর্যায়ে।

Dense fog blankets Delhi-NCR, zero visibility at airport

ছবি: পিটিআই।

Published by: Subhajit Mandal
  • Posted:January 10, 2025 12:17 pm
  • Updated:January 10, 2025 12:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহ পার। এখনও ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী দিল্লি-সহ রাজধানী সংলগ্ন বহু এলাকা। যার জেরে বিমানবন্দর-সহ বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা কার্যত শূন্যে পৌঁছে গিয়েছে। ফলে ব্যাহত হচ্ছে বিমান ও রেল পরিষেবা।

Advertisement

আসলে শুধু ঠান্ডা নয়। সঙ্গে দোসর দূষণ। ফলে রাজধানী দিল্লির আশেপাশের বহু এলাকায় ‘ধোঁয়াশা’ তৈরি হয়েছে। যা দৃশ্যমানতাকে শূন্যে নামিয়ে আনার পাশাপাশি জনজীবনও বিপর্যস্ত করে তুলছে। শুক্রবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা পুরোপুরি শূন্যে নেমে গিয়েছিল। শুক্রবার সকালে ২৯২টি বিমান ওঠা-নামায় বিলম্ব হয়েছে। বাতিল হয়েছে ৬টি বিমান। কুয়াশার জেরে ১২টি বিমানকে ভিন্ন পথে ঘোরানো হয়েছে। সব মিলিয়ে বিমান চলাচল ব্যাহত। একই সঙ্গে ব্যাহত ট্রেন চলাচলও।

Dense fog blankets Delhi-NCR, zero visibility at airport
দূষণে বিপর্যস্ত দিল্লি। ছবি পিটিআই।

মাঝে দিল্লির বাতাসের গুণগত মান ‘ভয়ানক’ পর্যায় পৌঁছে গিয়েছিল। এরপরই ‘জিআরএপি ৩’ (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩) লাগু করে প্রশাসন। এর ফলে অনলাইনে স্কুল, রাজধানীর সড়কে বিএস ৩-এর নিচে থাকা পেট্রল গাড়ি, বিএস ৪-এর নিচে থাকা ডিজেল গাড়ি এবং পণ্যবাহী মাঝারি আকারের যান চলাচলে নিয়ন্ত্রণ, নির্মাণকাজ কিংবা ভাঙার কাজ বন্ধ ছিল। কিন্তু তাতেও বিশেষ উন্নতি হয়নি আবহাওয়ার। শুক্রবারও বাতাসের গুণগত মান ভয়াবহ পর্যায়েই রয়েছে। আপাতত AQI ৪০৯-এ। যা একপ্রকার মারাত্মক।

Dense fog blankets Delhi-NCR, zero visibility at airport
ছবি: পিটিআই।

তবে শুধু দিল্লি নয়, গোটা উত্তর ভারতেই প্রবল শীতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। শুক্রবার দিল্লি, অমৃতসর, বেঙ্গালুরু, গুয়াহাটি, লখনউয়ে ঘন কুয়াশার সর্তকবার্তা জারি করেছে মৌসম ভবন। হিমাচল প্রদেশের একাংশ ও লাদাখে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement