Advertisement
Advertisement
BJP MP Hemang Joshi

পাক আর্জিকে থোড়াই কেয়ার, ভারতকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়া: হেমাঙ্গ যোশী

সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার আশ্বাস।

Despite Pak Pressure, Malaysia Warmly Welcomed Indian Delegation: BJP MP Hemang Joshi
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 5, 2025 8:22 pm
  • Updated:June 5, 2025 8:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের চাপ সত্ত্বেও ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে মালয়েশিয়া প্রশাসন। পাঁচ দেশের সফর থেকে ফিরে একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ ডঃ হেমাঙ্গ যোশী।

Advertisement

জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সফরকারী বহুদলীয় প্রতিনিধি দলের সদস্য ছিলেন বিজ্পি সাংসদ। সেই বহুদলীয় সফর থেকে ফিরে তিনি জানান, প্রতিনিধিদল মালয়েশিয়া যাওয়ার আগে পাকিস্তানের তরফে পরোক্ষে এই সফর বানচাল করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছিল। যদিও সেই কাজে ব্যর্থ হয় তারা।

বিজেপি সাংসদ বলেন, “মালয়েশিয়ায় আমাদের দশটি কর্মসূচি ছিল। সবকটিই পরিকল্পনা অনুযায়ী সুষ্ঠ ভাবে সম্পন্ন করা হয়েছে। সেখানকার রাজার জন্মদিনে জাতীয় ছুটি থাকা সত্ত্বেও স্পিকার ও সকল রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে আলোচনা করেছি।”

অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের চরিত্র প্রকাশ্যে আনার জন্য বিশ্বের একাধিক দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত সরকার। সেই দল প্রত্যেকটি দেশে গিয়ে সন্ত্রাসবাদকে মদত দেওয়া পাকিস্তান সরকারের চেহারা বিশ্বের সামনে এনেছে। এই পরিস্থিতিতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশগুলিতে ভারতীয় প্রতিনিধি দলের যাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল।

ডঃ যোশী বলেন, “এই দুই দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা জানিয়েছে, ইসলামে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। ধর্মকে সামনে রেখে সন্ত্রাসকে প্রশ্রয় দিলে সেটা কোনও ভাবেই সমর্থন করা হবে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ