Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘কয়েক মিনিটে গুঁড়িয়ে দিয়েছি পাক বায়ুসেনা ঘাঁটি’, বিহারের ভোটপ্রচারে মোদির হাতিয়ার ‘অপারেশন সিঁদুর’

বিরোধীরা অভিযোগ করছেন, অপারেশন সিঁদুরের পর থেকেই সেটার কৃতিত্ব নিতে মরিয়া প্রধানমন্ত্রী।

Destroyed Pak air bases in minutes, this is strength of new India: PM Modi in Bihar

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:May 30, 2025 1:36 pm
  • Updated:May 30, 2025 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন, পহেলগাঁও হামলার বদলা নেবেন। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যের পর সেই বিহারে দাঁড়িয়েই হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জোরাল কণ্ঠে বলে দিলেন, “কয়েক মিনিটের মধ্যে পাকিস্তানের বায়ুসেনার ঘাঁটিও উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এটাই নতুন ভারতের শক্তি।”

বিরোধীরা অভিযোগ করছেন, অপারেশন সিঁদুরের পর থেকেই সেটার কৃতিত্ব নিতে মরিয়া প্রধানমন্ত্রী। বিহারের ভোটপ্রচারেও যে সেনার এই সাফল্যকে তিনি হাতিয়ার করবেন, সে আশঙ্কাও ছিল বিরোধী শিবিরের। বাস্তবেও সেটাই এবার শুরু করে দিলেন মোদি। শুক্রবার বিহারের কারাকাটের সভা থেকে অপারেশন সিঁদুর নিয়ে রীতিমতো জ্বালাময়ী বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী। বুঝিয়ে দিলেন, তাঁর সরকার আছে বলেই আজ সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিতে শিখেছে ভারত।

বিহারের সভায় প্রধানমন্ত্রী বললেন, “পহেলগাঁও হামলার পর বিহারে দাঁড়িয়েই প্রতিশ্রুতি দিয়েছিলাম, হামলাকারীরা রেহাই পাবে না। আজ আমাদের সেনা পাকিস্তানের জঙ্গিদের হেড কোয়ার্টার ধুলোয় মিশিয়ে দিয়েছে।” পাক সেনাকেও নিশানা করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, “যে পাক সেনার নিরাপত্তা নিয়ে সন্ত্রাসবাদীরা ভারতে অনুপ্রবেশ করে, সেই পাক সেনাকে ধরাশায়ী করে দিয়েছে আমাদের সেনার যোগ্য হামলা। কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়েছে পাক জঙ্গিদের সদর দপ্তর। এটাই নতুন ভারতের শক্তি।”

পহেলগাঁও হামলার দুদিন পর বিহারে দাঁড়িয়ে মোদি (PM Modi) বলেছিলেন, “জঙ্গিরা এবার কল্পনাতীত শাস্তি পাবে।” শুক্রবার সে কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই বিহারের মাটি থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম সন্ত্রাসবাদীদের গুঁড়িয়ে দেওয়া হবে। বলেছিলাম ওরা কল্পনাতীত শাস্তি পাবে। আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি। যারা পাকিস্তানের মাটিতে বসে আমাদের বোনেদের সিথির সিঁদুর কেড়ে নিয়েছে, তাঁদের ধুলোয় মিশিয়ে দিয়েছে আমাদের সেনা। সিঁদুরের শক্তি দেখেছে পাকিস্তান।” বস্তুত ভোটমুখী বিহারে পুরোদস্তুর সিঁদুরকে হাতিয়ার করেই প্রচার সারলেন মোদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement