সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও রাখঢাক নয়। একেবারে ভরা বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে পুরনো বন্ধু তথা অধুনা ‘প্রধান শত্রু’কে নিজেদের শিবিরে আহ্বান! আমন্ত্রণও বলা যেতে পারে। মহারাষ্ট্র বিধানসভায় একপ্রকার অভাবনীয় কাণ্ড ঘটালেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। রসিকতার সুরে হলেও উদ্ধব ঠাকরেকে খোলাখুলি এনডিএ শিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই এতে নতুন করে উসকে গেল জল্পনা।
বুধবার মহারাষ্ট্র বিধানসভায় উদ্ধব শিবিরের এক বিধান পরিষদের সদস্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আচমকাই খানিকটা রসিকতার সুরে ফড়ণবিস উদ্ধবকে উদ্দেশ করে বলেন, ” দেখুন উদ্ধবজি। অন্তত ২০২৯ পর্যন্ত আমাদের বিরোধী শিবিরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে আপনি চাইলে কিন্তু এদিকে আসতে পারেন। অবশ্য আপনি যদি চান।” সঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ সংযোজন, উদ্ধব চাইলে তাঁর কথা ভাববে শাসক শিবির।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিরোধী শিবিরের ভরাডুবির পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে, উদ্ধব ঠাকরে এনডিএ শিবিরে ফিরতে পারেন। এর মধ্যে একনাথ শিণ্ডের সঙ্গে বিজেপির দূরত্বের সম্ভাবনার কথাও শোনা গিয়েছে। যদিও সম্প্রতি ত্রিভাষা নীতি নিয়ে মহারাষ্ট্র সরকারের ব্যাপক সমালোচনা করেছেন শিব সেনার উদ্ধব শিবিরের নেতারা। তারপর আবার বিজেপি-উদ্ধব সেনার সম্পর্ক সাপে-নেউলে। এরই মধ্যে প্রকাশ্যে ফড়ণবিসের বন্ধুত্বের ডাক বেশ তাৎপর্যপূর্ণ।
এমনিতে শিব সেনা (Shiv Sena) বিজেপির পুরনো জোটসঙ্গী। ২০১৯-এ মুখ্যমন্ত্রী পদ নিয়ে ঝামেলার জেরে শিব সেনা বিজেপির সঙ্গ ছাড়ে। পরে আবার শিব সেনার একটা অংশ ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলায়। তবে উদ্ধব শিবিরের সঙ্গে বিজেপির মতাদর্শগত মিল অনেক। তাই যে কোনও সময় উদ্ধবদের এনডিএতে প্রত্যাবর্তনের জল্পনা উড়িয়ে দেওয়া যায় না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.