Advertisement
Advertisement
Air India

এখনও অজানা আহমেদাবাদ দুর্ঘটনার কারণ, তার মধ্যেই ড্রিমলাইনারকে ‘সার্টিফিকেট’ DGCA

২০১১ সাল থেকে আকাশে উড়ছে এই মডেলটি।

DGCA reviews operations of Air India's B787 fleet
Published by: Biswadip Dey
  • Posted:June 17, 2025 9:26 pm
  • Updated:June 17, 2025 9:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় শোকের ছায়া গোটা দেশে। একজন ছাড়া কেউই বাঁচেননি। বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হলেও আকাশের আতঙ্ক কাটছে না! এদিকে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের সমস্ত বিমান ‘গ্রাউন্ড’ করার অর্থাৎ বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে DGCA জানিয়ে দিল, পরীক্ষা করে দেখা গিয়েছে ৭৮৭ ড্রিমলাইনারে কোনও বড়সড় ত্রুটি নেই।

Advertisement

যে বিবৃতি পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, বিমান ও বিমানের রক্ষণাবেক্ষণে কোনও ত্রুটি মেলেনি। প্রসঙ্গত, মোট ৩৩টি বিমানের উপরে পরীক্ষা চালানো হয়েছে। যার মধ্যে চারটি বিমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি দু’টির পরীক্ষা আজই শেষ হওয়ার কথা। এছাড়াও আরও একটি বিমানের পরীক্ষা বুধবার হওয়ার কথা। বাকি ছ’টি বিমানের মধ্যে দু’টি ইতিমধ্যেই দিল্লিতে রাখা হয়েছে। বাকি চারটির রক্ষণাবেক্ষণ এরপর হওয়ার কথা।

আহমেদাবাদের ভয়ংকর বিমান দুর্ঘটনার পর থেকে আলোচনায় উঠে এসেছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিও। ২০১১ সাল থেকে আকাশে উড়ছে এই মডেলটি। কিন্তু এযাবৎ একটিও এমন দুর্ঘটনার কবলে পড়তে হয়নি তাকে। জ্বালানি দক্ষতা থেকে উন্নত উপাদানে প্রস্তুত এই মডেলের বিমানটি যে এমনভাবে দুর্ঘটনার কবলে পড়বে তা অভাবনীয়। এমন শক্তিশালী ‘সেফটি রেকর্ড’-এর পর বৃহস্পতিবাসরীয় দুপুরের দুর্ঘটনা মডেলটির সেই সাফল্যে একটি বৃহৎ কালো দাগ হয়ে থেকে গিয়েছে। এবার পরীক্ষা নিরীক্ষার পর পরিষ্কার পর জানানো হল, বিমান ও বিমানের রক্ষণাবেক্ষণে কোনও ত্রুটি ছিল না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ