সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার চরম দুঃসময়! আহমেদাবাদের দুর্ঘটনার পর প্রায় নিত্যদিন কোনও না কোনও বিভ্রাটের খবর প্রকাশ্যে আসছে। স্রেফ মঙ্গলবারই এয়ার ইন্ডিয়ার ৭টি বিমান বাতিল হয়েছে। এর মধ্যে ৬টি ড্রিমলাইনার। সব মিলিয়ে সংস্থার কাজকর্মে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। তড়িঘড়ি এয়ার ইন্ডিয়ার শীর্ষকর্তাদের তলব করে বৈঠক করল ডিজিসিএ।
এদিন দুপুরে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শীর্ষকর্তাদের ভারচুয়াল বৈঠকে ডাকেন ডিজিসিআই কর্তারা। সূত্রের খবর, ওই বৈঠকটি করেন ডিজিসিএ’র ডিরেক্টর ফৈয়জ আহমেদ কিদওয়াই। এয়ার ইন্ডিয়ার তরফে সিইও এমডি ক্যাম্পবেল উইলসন, ডিরেক্টর অফ ফ্লাইট অপারেশনস ক্যাপ্টেন পাঙ্কুল মাথুর, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সিইও অলোক সিং ও অন্যান্যরা। সূত্রের দাবি, এয়ার ইন্ডিয়ার কাছ থেকে সব পাইলটের প্রশিক্ষণ কতদূর, কেমন পারফরম্যান্স সব রিপোর্ট চেয়েছে ডিজিসিএ। এর পাশাপাশি দেশের সব বিমান প্রশিক্ষণ প্রতিষ্ঠানকেও সতর্ক করা হয়েছে।
এদিকে মঙ্গলবার একই দিনে এয়ার ইন্ডিয়ার ছটি বিমান বাতিল হয়েছে। দিল্লি থেকে দুবাইগামী AI915 , দিল্লি থেকে ভিয়েনাগামী AI153, দিল্লি থেকে প্যারিসগামী AI143, আহমেদাবাদ থেকে লন্ডনগামী AI159, লন্ডন থেকে অমৃতসর গামী AI170, বেঙ্গালুরু থেকে লন্ডনগামী AI133 এবং মুম্বই থেকে সান ফ্র্যান্সিস্কোগামী AI179 বিমানগুলি নানা কারণে বাতিল হয়েছে। এর মধ্যে প্রথম ছ’টিই ড্রিমলাইনার।
প্রায় সবকটি বিমানই বাতিল করা হয়েছে বিমানের যান্ত্রিক ত্রুটির জন্য। যার ফলে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা। এয়ার ইন্ডিয়ার তরফে যাত্রীদের বিকল্প বিমান, ভাড়া ফেরত বা হোটেলে থাকার ব্যবস্থা করা হলেও ভোগান্তি এড়ানো যায়নি। কিন্তু কেন বারবার বিভ্রাট? সমস্যাটা ঠিক কোথায়? খতিয়ে দেখতেই ডিজিসিএ উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিল মঙ্গলবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.