Advertisement
Advertisement
Air India

একাধিক গাফিলতি, নিয়মভঙ্গের অভিযোগ! এয়ার ইন্ডিয়াকে বড়সড় শাস্তির হুঁশিয়ারি ডিজিসিএর

এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করার হুঁশিয়ারি দিল ডিজিসিএ।

DGCA warns Air India over lapse of regulation

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 24, 2025 1:58 pm
  • Updated:July 24, 2025 2:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করার হুঁশিয়ারি দিল ডিজিসিএ। বৃহস্পতিবার উড়ান নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলি মেনে চলছে না এয়ার ইন্ডিয়া। তার জেরেই বড়সড় শাস্তি পেতে চলেছে উড়ান সংস্থাটি। কর্মীদের অত্যধিক পরিশ্রম করানো থেকে শুরু করে প্রশিক্ষণ দেওয়া, সমস্ত কিছুতেই এয়ার ইন্ডিয়ার তরফে গাফিলতি রয়েছে বলে জানায় ডিজিসিএ।

Advertisement

মাত্র একমাস আগেই অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার রোষের মুখে পড়েছিল এয়ার ইন্ডিয়া। সেই সময়ে বিমান সংস্থাটির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছিল ডিজিসিএ। সংস্থাটির রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, ‘ক্রু শিডিউলিং, নিয়ম পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ জবাবদিহির ইস্যুতে এয়ার ইন্ডিয়ার মারাত্মক গাফিলতি রয়েছে। সব থেকে উদ্বেগের বিষয় হল, এই গুরুতর ভুলের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তেমন কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি এতদিনে।

ডিজিসিএর নতুন রিপোর্টে বলা হয়েছে, বারবার হুঁশিয়ারি দেওয়া, সতর্ক করা সত্ত্বেও সমস্যা মেটাতে কোনও পদক্ষেপ করেনি এয়ার ইন্ডিয়া। সুরক্ষাবিধি পালন থেকে শুরু করে কর্মীদের দায়িত্ব বণ্টন, বিমানকর্মীদের প্রশিক্ষণ- কোনও সমস্যা মেটেনি। এভাবে লাগাতার নিয়মভঙ্গের অর্থ সঠিকভাবে সংস্থার পরিচালনা হচ্ছে না। সেই কারণেই এবার বড়সড় শাস্তি পেতে পারে এয়ার ইন্ডিয়া।

উল্লেখ্য, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর নিরাপত্তার গাফিলতিতে এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিককে সরানোর নির্দেশ দিয়েছিল ডিজিসিএ। বিমানের ‘ক্রু’-দের ‘রস্টারিং’ সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে ওই তিন আধিকারিককে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। বৃহস্পতিবার ডিজিসিএর নোটিসের জবাবে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, কর্মী এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে তারা যথেষ্ট সচেতন।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ