Advertisement
Advertisement
Uttar Pradesh

ডায়ালিসিসের মাঝে হাসপাতালে লোডশেডিং, থমকে যাওয়া যন্ত্রে আটকে রক্ত! যোগীরাজ্যে মৃত্যু রোগীর

রোগীর মর্মান্তিক মৃত্যুতে প্রশ্নের মুখে স্বাস্থ্যব্যবস্থা।

Dialysis Machine Stops Midway and Kills Uttar Pradesh Kidney Patient
Published by: Kishore Ghosh
  • Posted:June 16, 2025 6:47 pm
  • Updated:June 16, 2025 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হল এক রোগীর। ডায়ালিসিস চলাকালীন হাসপাতালে লোডশেডিং হয়। এরপর কিছুতেই আর যন্ত্রটিকে সচল করা যায়নি। ফলস্বরূপ ছটফট করতে করতে মৃত্যু হয় রোগীর। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে যোগী আদিত্যনাথ সরকারের স্বাস্থ্যব্যবস্থা। প্রশ্ন উঠছে, বিদ্যুৎবিভ্রাট ঘটলেও বিকল্প ব্যবস্থা ছিল না কেন?

Advertisement

ঘটনাটি বিজনৌর জেলা হাসপাতালের। মৃত্যু হয়েছে জেলার ফুলসান্দা গ্রামের বাসিন্দা ২৬ বছরের সরফরাজ আহমেদের। কিডনির অসুখ ভুগছিলেন তিনি। সেই কারণেই হাসপাতালে ডায়ালিসিস চলছিল তাঁর। তার মাঝেই আচমকা হাসপাতালে বিদ্যুৎবিভ্রাট হয়। বন্ধ হয়ে যায় চিকিৎসাযন্ত্র। দ্রুত জেনারেটর চালানোর চেষ্টা হয়। কিন্তু জ্বালানি ছিল না। এই পরিস্থিতিতে ছটফট করতে করতে মৃত্যু হয় ওই যুবকের।

বিজনৌর জেলা হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, যে সংস্থার কাছ থেকে জ্বালানি কেনা হয়, তারা দীর্ঘ দিন হাসপাতালে জ্বালানি সরবরাহ করছে না। অর্থাৎ গাফিলতির বিষয়টি হাসপাতালের কর্মীরাই জানিয়ে দিয়েছেন। যার খেসারত দিতে হল রোগীকে। অন্যদিকে যুবকের মা অভিযোগ করেছেন, হাসপাতালের বিদ্যুৎ চলে যাওয়ার পর ডায়ালিসিস যন্ত্রটি যখন বন্ধ হয়ে যায়, তাঁর পুত্রের বেশ কিছুটা রক্ত যন্ত্রের ভিতরেই আটকে ছিল। তিনি বলেন, “সকলের হাতে-পায়ে ধরেছি, কেউ সাহায্য করেননি। একটু পরেই ছেলেটা মরে গেল।”

বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ডায়ালিসিসের সময় খুব বেশি হলে ২০০ থেকে ২৫০ মিলিলিটার রক্ত যন্ত্রের মধ্যে দিয়ে চলাফেরা করে। সেই রক্তে যন্ত্রে আটকে থাকাতেই কি মৃত্যু হল রোগীর? নাকি অন্য কারণে? উত্তর জানতে তদন্ত শুরু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement