সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে লাফিয়ে বেড়েছে ডিজিটাল লেনদেন (Digital transactions)। গত ৭ বছরে তা বেড়েছে ১৯ গুণ। শুক্রবার খুচরো বিনিয়োগকারীদের জন্য রিজার্ভ ব্যাংকের নতুন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর শক্তিকান্ত দাশ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতেই এই প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
আর এই উদ্বোধনের মুহূর্তেই দেশে ডিজিটাল লেনদেনের বিস্ফোরণ নিয়ে উচ্ছ্বসিত হলেন মোদি। তিনি বলেন, ”মাত্র ৭ বছরে ভারতে ডিজিটাল লেনদেন ১৯ গুণ বৃদ্ধি পেয়েছে। ৬-৭ বছর আগেও ব্যাংকিং, পেনশন, জীবনবিমা এসব ছিল ভারতের ‘এক্সক্লুসিভ ক্লাব’। দেশের সাধারণ মানুষ, দরিদ্র পরিবার, কৃষক, ছোট ব্যবসায়ী, মহিলা, দলিতের মতো অনগ্রসর শ্রেণির প্রতিনিধিরা এসবের থেকে বহু দূরে অবস্থান করতেন।”
Digital transactions in India jumped 19 times in last 7 yrs: PM Modi
Read Story |
— ANI Digital (@ani_digital)
এদিন প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এই সব সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল যাঁদের উপরে, তাঁরা কেউই সেই বিষয়ে ভ্রুক্ষেপ করেননি। তাঁর কথায়, ”নানা রকম অজুহাত দেখানো হত। বলা হত, ব্য়াংকের শাখা নেই, কর্মী নেই, ইন্টারনেট নেই, সচেতনতা নেই। কত রকম যুক্তি যে দেখানো হত!” সেই সঙ্গে রিজার্ভ ব্য়াংক যে মূলত দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কথা ভেবেই যে গত এক বছরে নানা পদক্ষেপ করেছে তাও মনে করিয়ে দেন তিনি।
প্রসঙ্গত, এদিন দু’টি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। তার একটি সরাসরি খুচরো বিনিয়োগের প্রকল্প। অন্যটি রিজার্ভ ব্যাংকের প্রকল্প। প্রথম প্রকল্প থেকে সুবিধা পাবেন খুচরো বিনিয়োগকারীরা। অনেক নিরাপদ হবে আর্থিক বিনিয়োগ। এর ফলে ডিজিটাল মাধ্যমে প্রতারণার সম্ভাবনা কমবে। অন্যদিকে দ্বিতীয় প্রকল্পটির মাধ্যমে দেশের ব্যাংকিং ক্ষেত্র এক সূত্রে কাজ করতে পারবে। যার সুফল পাবেন গ্রাহকরাও। এই প্রকল্পটির নাম ওমবুধস্মান প্রকল্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.