নন্দিতা রায়, নয়াদিল্লি: ২০১৫ সালের ১ জুলাই ডিজিটাল ভারতের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনেকাংশে সফল সেই উদ্যোগ। প্রশাসনিক প্রক্রিয়া থেকে আর্থিক বিনিময়, সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি গতি এনেছে দেশে। এবার সংসদেও ডিজিটাল ছোঁয়া। এমনকী অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে সংসদ ভবনের কার্যক্রমকে সহজ করতে এবং গতি আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এর সুবিধা পাবেন জনপ্রতিনিধি থেকে জনসাধারণ সকলে। এই বিষয়ে লোকসভার স্পিকারের নেতৃত্বে সচিবালয় একাধিক উদ্যোগ নিয়েছে।
এবার থেকে সাংসদদের উপস্থিতি সংসদে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত হবে। সোমবার এক বৈঠকে ঠিক হয়েছে, আসন্ন বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই এই পদ্ধতি কার্যকর হবে। কেবল সাংসদদের উপস্থিতি নয়, সংসদ ভবনের অন্যান্য কাজেও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগানো হবে। প্রত্যেক সাংসদের বসার জায়গায় থাকবে মাল্টিমিডিয়া কনফারেন্সিং ডিভাইস (এমএমডি) নামের একটি যন্ত্র। প্রয়োজন মতো যেটিকে ব্যবহার করতে পারবেন সংসদ সদস্যরা। এই এমএমডি-র মাধ্যমেই নিজেদের উপস্থিতি জানাবেন সাংসদরা।
ডিজিটাল সংসদ পোর্টালে এআই প্রযুক্তির মাধ্যমে লোকসভার বিভিন্ন এজেন্ডাকে একাধিক ভাষায় পাঠের সুযোগ মিলবে। জরুরি এই পদক্ষেপের ফলে আরও বেশি করে সাধারণ নাগরিকেরা সংপৃক্ত হবেন। লোকসভার সচিবালয় বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ১২টি ভাষায় দৈনিক সংসদীয় কার্যকলাপ এবং এজেন্ডা পত্র প্রকাশ করছে। এই বারোটি ভাষা হল অসমিয়া, বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল এবং তেলেগু। ডিজিটাল সংসদ পোর্টালে গিয়ে যা ‘অ্যাকসেস’ করার সুযোগ রয়েছে। উল্লেখ্য, বাদল অধিবেশনের আগে ২০ জুলাইয়ে রয়েছে সংসদীয় সর্বদল বৈঠক। ওই বৈঠকে অংশ নেবে না তৃণমূল, পরদিন ২১ জুলাই শহিদ দিবসের কর্মসূচি থাকায় এই সিদ্ধান্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.