Advertisement
Advertisement
Dilip Ghosh

‘অনেক কষ্ট পেয়েছে, দেখবেন’, ত্রিপুরার আশ্রমে স্ত্রীর জন্য প্রার্থনা দিলীপের, পুজো দিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে

বুধবার ব্যক্তিগত সময় কাটাতে স্ত্রীকে নিয়ে ত্রিপুরা গিয়েছেন বিজেপি নেতা।

Dilip Ghosh offers prayers at Tripureswari temple
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 22, 2025 1:23 pm
  • Updated:May 22, 2025 2:35 pm  

প্রণব সরকার, ত্রিপুরা: সাতসকালে সস্ত্রীক ত্রিপুরার শান্তি কালী আশ্রমে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্ত স্বামী চিত্ত মহারাজের আশীর্বাদ নিলেন দম্পতি। তবে নিজের জন্য কিছু চাইলেন না ‘দাবাং’ বিজেপি নেতা। বরং স্ত্রীর জন্য প্রার্থনা করলেন তিনি। বললেন, “ও জীবনে অনেক কষ্ট পেয়েছে। বাকি জীবনটা যেন শান্তিতে থাকতে পারেন।” এরপর যুগলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে।

Dilip Ghosh

বিয়ের পর থেকেই বারবার কটাক্ষের শিকার হচ্ছেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার (Dilip Ghosh-Rinku Majumder)। তবে দিলীপ যে রয়েছেন দিলীপেই, তা তিনি বুঝিয়ে দিয়েছেন বরাবরই। আক্রমণের পালটা দিতে পিছপা হননি কখনই। এসবের মাঝেই রিঙ্কুদেবীর প্রথমপক্ষের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে নবদম্পতিকে নিয়ে কাটাছেঁড়া চরমে ওঠে। যুবকের পরিণতির জন্য একাংশ দায়ী করেন রিঙ্কুকেই। যদিও ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, একাধিক শারীরিক সমস্যা ছিল যুবকের। একমাত্র ছেলের মৃত্যু, তার উপর পারিপার্শ্বিক চাপ, জোড়া চাপ কার্যত বিধ্বস্ত করে দিয়েছিল রিঙ্কুকে। সেই ঘা এখনও টাটকা। এসবের মাঝেই ব্যক্তিগত সময় কাটাতে স্ত্রীকে নিয়ে ত্রিপুরা সফরে গিয়েছেন দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার সকালে প্রথমে স্ত্রীকে নিয়ে ত্রিপুরার শান্তি কালী আশ্রমে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে প্রার্থনা শেষে ত্রিপুরেশ্বরী মন্দিরে যান তাঁরা। দলের কর্মীরাই তাঁদের স্বাগত জানান। পাঞ্জাবি-শাড়িতে সেজে পুজো দেন যুগল। উল্লেখ্য, বুধবার স্ত্রীকে নিয়ে আগরতলা গিয়েছেন দিলীপবাবু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement