Advertisement
Advertisement
Operation Sindoor

সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা, রাজনাথের পর বক্তব্য রাখতে পারেন মোদি-শাহও

লোকসভায় এনিয়ে বাংলায় বক্তব্য রাখতে পারেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Discussion over Operation Sindoor in Parliament: Rajnath Singh will start with speech, PM Modi, Shah may take part
Published by: Sucheta Sengupta
  • Posted:July 28, 2025 9:56 am
  • Updated:July 28, 2025 10:54 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। আজ, সোমবার দুপুরে এনিয়ে আলোচনার সূচনা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছে, আলোচনা চলবে ১৬ ঘণ্টা ধরে। আলোচনায় অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শংকর। তবে এদিনই তাঁরা বক্তব্য রাখবেন কি না, তা এখনও অজানা। এদিকে, অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বাংলায় বক্তব্য রাখতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা বিদেশ সফরে কেন্দ্রের পাঠানো প্রতিনিধিদলের সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে নিজের অভিজ্ঞতা তিনি তুলে ধরবেন সংসদে।

Advertisement

চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২২ জন সাধারণ নাগরিকের মৃত্যু তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে। এর নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর হাত থাকার প্রমাণ মেলার পর ভারতীয় সেনা উচিত শিক্ষা দেয়। মে মাসের ৭ তারিখ মাঝরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের সীমান্ত এলাকায় অপারেশন চালিয়ে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। তারই নাম অপারেশন সিঁদুর। এই মিশনের সাফল্য তুলে ধরতে এবং বিশ্বের দরবারে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের প্রকৃত চেহারা উন্মোচন করে দিতে কেন্দ্র সর্বদলীয় প্রতিনিধিদের পাঠিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে। তৃণমূলের তরফে প্রতিনিধি হিসেবে এশিয়ার দেশগুলিতে ঘুরে বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ থেকে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে ১৬ ঘণ্টার আলোচনায় তাই বক্তা তালিকায় অভিষেকের থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে বাঙালি ‘হেনস্তা’র প্রতিবাদস্বরূপ তিনি বাংলায় বক্তব্য রাখবেন বলে শোনা যাচ্ছে। যদিও এদিন অধিবেশনের আগে কেন্দ্রে ক্ষমতাসীন দলকে চাপে ফেলতে INDIA জোট বৈঠকে বসবে, সেখানে ঠিক হতে পারে রণকৌশল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ