Advertisement
Advertisement
Amit Shah

অমিত শাহকে ‘বোকা’ বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, পালটা বিজেপির কটাক্ষ, ‘আপনিই ইডিয়ট’

শালীনতার মাত্রা ছাড়াচ্ছে রাজনৈতিক বাদানুবাদ।

DMK leader calls Amit Shah 'fool', BJP fires back

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:June 24, 2025 6:19 pm
  • Updated:June 24, 2025 6:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অসম্মান! বোকা বলে সম্বোধন। ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজাকে চড়া সুরে আক্রমণ করল বিজেপি। গেরুয়া শিবির বলছে, এ রাজা আসলে নিজেই একজন ইডিয়ট। কোনও শালীনতার জ্ঞান নেই তাঁর।

Advertisement

দক্ষিণের রাজ্যের এই কাদা ছোঁড়াছুঁড়ির সূত্রপাত দিন কয়েক আগে অমিত শাহর এক মন্তব্য ঘিরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদুরাই গিয়ে বলেছিলেন, “আমরা দিল্লি দখল করেছি, মহারাষ্ট্র দখল করেছি, হরিয়ানা দখল করেছি। এবার বাংলা এবং তামিলনাড়ুর পালা। ২০২৬-এ তামিলনাড়ুতেও বিজেপি সরকার গড়বে।” শাহের সেই দাবিকে নেহাতই ‘বোকামি’ বলে উড়িয়ে দিলেন এ রাজা। তিনি বললেন, “মাদুরাই এসে অমিত শাহ দাবি করছেন, আমরা দিল্লি দখল করেছি, হরিয়ানা দখল করেছি, মহারাষ্ট্র দখল করেছি এবার তামিলনাড়ু। বোকা, বোকা, বোকা।”

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি, “মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লিতে একক যোদ্ধাদের হারিয়েছে বিজেপি। কিন্তু তামিলনাড়ুতে এম কে স্ট্যালিন একা নন। তাঁর সঙ্গে পেরিয়ার, করুণানিধি এবং দ্রাবিড়ীয় দর্শন রয়েছে।” এ রাজা অভিযোগ করেছেন, “বিজেপি শুধু এক দেশ এক ভাষায় বিশ্বাস করে। তাই দ্রাবিড়ীয় দর্শনে ওরা বিরক্ত। এটাই ওদের সমস্যা।”

এ রাজার গোটা বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে অসম্মান করা হয়েছে বলে দাবি বিজেপির। গেরুয়া শিবিরের মুখপাত্র নারায়ণ তিরুপতি রাজার মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তিনি বলছেন, “এ রাজা একজন ইডিয়ট। অমিত শাহকে যেভাবে অসম্মান করে কথা বলা হয়েছে, সেটা একমাত্র ইডিয়টের পক্ষেই সম্ভব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ