ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ। যুবতী গর্ভবতী হওয়ার পর বিজেপি নেতার পুত্র দাবি করেছিলেন তিনি সন্তানের পিতা নন। যুবতীকে বিয়ে করতেও অস্বীকৃত হন অভিযুক্ত। সম্প্রতি নির্যাতিতা সন্তান প্রসব করার পর ডিএনএ টেস্টে জানা গেল বিজেপির নগর পরিষদের সদস্য পিজি জগন্নিবাস রাওয়ের পুত্র কৃষ্ণ জে রাও ওই সন্তানের পিতা।
জানা গিয়েছে, এই ঘটনা কর্নাটকের মেঙ্গালুরুর পুত্তুর এলাকার। নির্যাতিতা ও বিজেপি নেতার পুত্র কৃষ্ণ একই ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া। গত বছর বিয়েরগ প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যুবতীর সঙ্গে সহবাস করেন কৃষ্ণ। এরপর পরিবারের চাপে যুবতীকে বিয়ে করতে রাজি হলেও শেষে পিছিয়ে আসেন তিনি। যার জেরে পুলিশের দ্বারস্থ হন যুবতী। চলতি বছরের ৫ জুলাই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই মামলায় অভিযুক্তকে জামিন দেয় আদালত। বলা হয়, যেহেতু দু’জনের সম্মতিতে সহবাস হয়েছিল ফলে এই ঘটনাকে ধর্ষণ হিসেবে দেখা উচিত নয়। তবে মামলা চলছিলই।
গত ২৮ জুন যুবতী সন্তানের জন্ম দেওয়ার পর, সদ্যোজাতর ডিএনএ টেস্ট করা হয়। রবিবার সেই ডিএনএ টেস্টের রিপোর্টের ভিত্তিতে পুলিশের তরফে জানানো হয়েছে, যুবতীর সন্তানের পিতা কৃষ্ণ। এই মামলায় নতুন করে চার্জশিট পেশ করা হয়েছে পুলিশের তরফে। যেখানে বিজেপি নেতার পুত্রের বিরুদ্ধে প্রতারণা, ধর্ষণ-সহ একাধিক ধারা যুক্ত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস শাসিত কর্নাটকে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনাও। ওই বিজেপি নেতার ছেলের শাস্তির দাবিতে সরব হয়েছে কংগ্রেস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.