সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের পছন্দের জায়গাতেই ব্যাগ রাখতে দিতে হবে। নাহলে প্লেন ক্র্যাশ করিয়ে দেব! বিমানে বসেই হুমকি চিকিৎসক যাত্রীর। যাত্রীদের মধ্যে আতঙ্ক। যার জেরে ওই যাত্রীকে গ্রেপ্তার করিয়ে দু’ঘণ্টা দেরিতে উড়ল বিমান।
ঘটনাটি বেঙ্গালুরু থেকে সুরাটগামী এয়ার ইন্ডিয়ার IX2749 বিমানের। বৃহস্পতিবার আড়াইটে নাগাদ ওই বিমানটি ওড়ার কথা ছিল। কিন্তু ওই চিকিৎসক যাত্রীর ‘অভব্যতা’র জন্য বিমান দেরিতে ওঠে। জানা গিয়েছে, ব্যাস হিরাল মোহনভাই নামের মাঝ তিরিশের ওই চিকিৎসক বিমানে উঠে তাঁর মালপত্র রেখে দেন বিমানের প্রথম সারিতে। ওই যাত্রী একজন আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি দুটি ব্যাগ নিয়ে বিমানে ওঠেন। একটি ব্যাগ ক্রু কেবিনের কাছে রাখেন। অন্যটি তার সিট নিজের আসনের কাছে নিয়ে যান। বিমান সেবিকারা তাঁকে ব্যাগটি নিজের কমপার্টমেন্টে রাখার পরামর্শ দেন। কিন্তু চিকিৎসকও একরোখা, উনি ব্যাগ ওখানেই রাখবেন।
এরপর বিমান সেবিকাদের সঙ্গে তাঁর বিতণ্ডা শুরু হয়ে যায়। এগিয়ে আসেন পাইলট এবং যাত্রীরাও। শুরু হয় চেঁচামেচি। আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয় বিমানে। যাত্রীরাও ঘাবড়ে যান।বাক বিতণ্ডার মধ্যে ওই চিকিৎসক হুমকি দেন, তাঁর মালপত্র সরানো হলে তিনি প্লেন ক্র্যাশ করিয়ে দেবেন। দুবার চেঁচিয়ে ওই কথা বলেন চিকিৎসক। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য যাত্রীদের মধ্যে। শেষে বাধ্য হয়ে এয়ারপোর্টের পুলিশের সাহায্য চান বিমানকর্মীরা। ওই মহিলা চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। দু ঘণ্টা বাদে ওই বিমানটি ওড়ে।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর কেন্দ্র তথা এয়ার ইন্ডিয়া একাধিক প্রশ্নের মুখে। কেন দুর্ঘটনা? কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা? কোনওরকম গাফিলতি ছিল কিনা, এমন হাজারও প্রশ্ন। কিন্তু একই সঙ্গে প্রশ্ন তুলতে হয় যাত্রীদের আচরণ নিয়েও। বিমানে যাত্রীরা এই ধরনের আচরণ করলে পরিষেবা দিতে সমস্যায় পড়ে বিমানসংস্থাগুলিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.