Advertisement
Advertisement
Himachal Pradesh

বন্যায় ‘মৃত্যুপুরী’ হিমাচল প্রদেশ, পোষ্য কুকুরের ডাক প্রাণ বাঁচাল ৬৭ জনের

হড়পা বান, ভূমিধসে এখনও পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর মিলেছে।

Dog's Bark Saves 67 Lives in Himachal Pradesh Mandi
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 8, 2025 3:04 pm
  • Updated:July 8, 2025 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। হড়পা বান, ভূমিধসে এখনও পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর মিলেছে। সবচেয়ে খারাপ অবস্থা মাণ্ডি জেলার। এবার সেই মাণ্ডির একটি মন ভালো করা খবর সামনে এসেছে। সেখানকার একটি প্রত্যন্ত গ্রামে পোষ্য কুকুরের তৎপরতায় কুড়িটি পরিবারের ৬৭ জন গ্রামবাসী প্রাণে বাঁচলেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন রাত একটা নাগাদ হঠাৎ করেই জল ঢুকতে শুরু করে মাণ্ডির ধর্মপুর গ্রামে। সেই সময় একটি বাড়ির দোতলায় শুয়ে ছিল একটি চারপেয়ে। হঠাৎ করেই তীব্র চিৎকার করতে শুরু করে কুকুরটি। বাড়ির মালিক নরেন্দ্রর কথায়, “ওর চিৎকারে ঘুম ভাঙে। উপরের ঘরে গিয়ে দেখতে পায় বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। সঙ্গে সঙ্গে বাড়ির সকলকে জাগায়। পোষ্যটিকে সঙ্গে নিয়ে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসি।” এরপর একে একে গ্রামের প্রায় ২০টি পরিবারের সদস্যদের জাগান নরেন্দ্র।

প্রায় ৬৭ জন মিলে একটি নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নেন। গ্রামবাসীরা জানিয়েছেন, চোখের সামনে প্রায় ১২টি বাড়ি ধ্বংস হয়ে যেতে দেখেছেন তাঁরা। ধসের ফলে গৃহহীন হওয়া বাসিন্দাদের বর্তমান আশ্রয়স্থল পাশের গ্রামের নয়না দেবী মন্দির। সেখানেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। প্রশাসনের তরফে সকলকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। তবে সেই দিনের কথা মনে পরে এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। তবে গ্রামবাসীদের প্রাণ বাঁচিয়ে সকলের চোখে রাতারাতি হিরো চারপেয়ে পোষ্যটি। গ্রামবাসীদের সঙ্গে সেও আশ্রয় নিয়েছে মন্দির চত্বরে।

উল্লেখ্য, গত ২০ জুন থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরের এই পাহাড়ি রাজ্যে। গত কয়েকদিন টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাণ্ডি জেলা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement