Advertisement
Advertisement
Rahul Gandhi

২৫ বার যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি ট্রাম্পের, ‘নীরব’ মোদি, রাহুল বললেন, ‘ডাল মে কুছ কালা হ্যায়’

রাহুলের দাবি, অপারেশন সিঁদুরের সময় কূটনৈতিকভাবে চূড়ান্ত ব্যর্থ হয়েছে সরকার।

Donald Trump claimed truce credit 25 times, but PM Modi is still silent: Rahul Gandhi
Published by: Subhajit Mandal
  • Posted:July 23, 2025 3:46 pm
  • Updated:July 23, 2025 3:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে কেন্দ্রকে নিশানা করতে গিয়ে ফের আমেরিকার সুরে সুর মেলালেন রাহুল গান্ধী! লোকসভার বিরোধী দলনেতা দ্ব্যর্থহীন ভাষায় বললেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি করিয়েছেন ট্রাম্পই। গোটা বিশ্ব সেটা জানে।” রাহুলের দাবি, ট্রাম্পের দাবি সত্যি বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে নীরব।

Advertisement

সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবিতে সরব বিরোধী শিবির। সরকার পক্ষ আগামী সপ্তাহে আলোচনার জন্য দুই কক্ষ মিলিয়ে মোট ২৫ ঘণ্টা সময় বরাদ্দ করেছে। কিন্তু বিরোধীদের দাবি, অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে সংসদে দাঁড়িয়ে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এই ইস্যুতে আলোচনার জন্য আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে নারাজ বিরোধী শিবির। রাহুলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা এড়াতে চাইছেন। সংসদে বিবৃতি এড়াতে চাইছেন। কারণ সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে দাবি করেছেন, সেটাই সত্যি।

সংসদ চত্বরে দাঁড়িয়ে বুধবার বিরোধী দলনেতা বললেন, “একদিকে সরকার বলছে অপারেশন সিঁদুর চলছে। অন্যদিকে বলছে আমরা জিতে গিয়েছি। আবার ডোনাল্ড ট্রাম্প ২৫ বার বলেছেন, তিনি অপারেশন সিঁদুর থামিয়ে দিয়েছেন। ডাল মে কুছ না কুছ কালা হ্যায়।” রাহুলের বক্তব্য, “প্রধানমন্ত্রী এ নিয়ে একটা বিবৃতি দিতে পারছেন না। দেবেনই বা কী করে? কীই বা বলবেন? মেনে নেবেন যে ট্রাম্পই যুদ্ধবিরতি করেছেন? সেটা তো বলতে পারবেন না।” বিরোধী দলনেতার সাফ কথা, সরকার না মানলেও এটাই সত্যি যে ট্রাম্প সংঘর্ষ বিরতি করিয়েছেন। গোটা দুনিয়া সেটা জানে। তাঁর অভিযোগ, অপারেশন সিঁদুরের সময় কূটনৈতিকভাবে চূড়ান্ত ব্যর্থ হয়েছে সরকার। কোনও দেশকে পাশে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৬ মে রাতে ভারত পহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি নিধনের লক্ষ্যে অপারেশন সিঁদুর শুরু করে। পাকিস্তান পালটা দিলে দুদেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। চারদিনের মাথায় আচমকা দুদেশের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, বাণিজ্যচুক্তির ভয় দেখিয়ে দুই দেশকে যুদ্ধ থামাতে রাজি করিয়েছেন তিনি। ভারত সরকার অবশ্য সে দাবি খারিজ করে জানায়, পাকিস্তানের তরফেই সংঘর্ষবিরতির আবেদন এসেছিল। আমেরিকার সঙ্গে আলোচনার কথা মানলেও সংঘর্ষবিরতিকে দ্বিপাক্ষিক সিদ্ধান্ত হিসাবে দাবি করে দিল্লি। কিন্তু ট্রাম্প তাতে থামেননি। লাগাতার তিনি বলেই চলেছেন সংঘর্ষবিরতির আসল কৃতিত্ব তাঁর। দেশের বিরোধী দলনেতাও এবার ট্রাম্পের সুরে সুর মেলালেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ