Advertisement
Advertisement
Ministry of Home Affairs

ভারত-পাক সংঘাত আবহে ফের শুরু হচ্ছে মক ড্রিল, কোন কোন রাজ্যের জন্য নির্দেশ কেন্দ্রের?

বুধবার স্বরাস্ট্র মন্ত্রকের তরফে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে।

Drills in 4 border states tomorrow new guidelines from the Ministry of Home Affairs
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 28, 2025 2:50 pm
  • Updated:May 28, 2025 4:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মক ড্রিলের নির্দেশ। ভারত-পাক সংঘাতের আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান সীমান্ত লাগোয়া গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, এবং জম্মু ও কাশ্মীরে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুরের পর সীমান্ত লাগোয়া একাধিক জায়গায় হামলা চালিয়েছে পাক রেঞ্জার্স। এরই মধ্যে সীমান্ত লাগোয়া এলাকায় মকড্রিলের নির্দেশ দেওয়া হল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

Advertisement

ভারত-পাক সংঘাতের আবহে গত ৭ মে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের ২৭ টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯ টি জায়গায় মক ড্রিলের নির্দেশিকা জারি করেছিল অমিত শাহের মন্ত্রক। এরই মধ্যে পাকিস্তান ও পাক অধীকৃত কাশ্মীরে থাকা ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এরই মধ্যে পাক সীমান্ত লাগোয়া চারটি রাজ্যে মক ড্রিলের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক।

শেষবারের মক ড্রিলে সাধারণ মানুষকে যুদ্ধ পরিস্থিতিতে একাধিক সর্তকতামূলক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।হঠাৎ বিমান হালমার সাইরেন বাজালে কী করা উচিৎ? যুদ্ধকালীন পরিস্তিতে ব্ল্যাকআউট হলে কী করতে হবে? আপৎকালীন পরিস্তিতিতে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখা সম্ভব এসব বিষয়ে সাধারণ নাগরিক এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ১৯৭১ সালের যুদ্ধের পর প্রথমবার যুদ্ধের মহড়া দেওয়া হয় সাধারণ মানুষকে। 

অপারেশেন সিঁদুরের পর ভারতের একাধিক জনপদ, ধর্মস্থান লক্ষ্য করে ড্রোন, মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান। যদিও পাকিস্তানের সেই চেষ্টা ব্যর্থ করেছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরই মধ্য পাকিস্তান সীমান্ত লাগোয়া চারটি রাজ্যে য়ুদ্ধ মহড়ার নির্দেশ দিল অমিত শাহের মন্ত্রক। এতেই মনে করা হচ্ছে তাহলে কী ফের ভারত-পাক সংঘাত লাগতে চলেছে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ